নিউজ ফ্রন্ট, নয়াদিল্লি, ১৮ই আগস্ট: সংসদে আজ ইতিহাসের সাক্ষী হলো দেশ। আন্তর্জাতিক মহাকাশ স্টেশন থেকে ফেরা ভারতের প্রথম মহাকাশচারী ক্যাপ্টেন শুভাংশু শুক্লার সম্মানে লোকসভায় মহাকাশ কর্মসূচি নিয়ে বিশেষ আলোচনা অনুষ্ঠিত হচ্ছে। সংসদীয় বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু জানান, ২০৪৭ সালের মধ্যে ‘বিকশিত ভারত’ গঠনে মহাকাশ প্রযুক্তি ও কর্মসূচির অগ্রগতি কীভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, তা নিয়েই আলোচনা হবে।
মন্ত্রী বলেন, “আমাদের নায়ক, আন্তর্জাতিক মহাকাশ স্টেশন থেকে ফিরে আসা প্রথম ভারতীয় ক্যাপ্টেন শুভাংশু শুক্লা। তাঁর মহাকাশ যাত্রা নিয়ে গোটা দেশ গর্বিত।” তিনি আশা প্রকাশ করেন, সকল রাজনৈতিক দল মতাদর্শের ঊর্ধ্বে উঠে ইসরোর বিজ্ঞানী ও শুভাংশুকে অভিনন্দন জানাবেন।
উল্লেখ্য, রবিবার দেশে ফেরার পর বিমানবন্দরে ক্যাপ্টেন শুক্লাকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়।