লেহ, ২৬ সেপ্টেম্বর:
লাদাখে রাজ্যের মর্যাদা ও সংবিধানের ষষ্ঠ তফসিল কার্যকর করার দাবিকে কেন্দ্র করে উত্তাল পরিস্থিতির মধ্যে শুক্রবার দুপুরে গ্রেফতার হলেন পরিবেশ আন্দোলনকারী ও শিক্ষাবিদ সোনম ওয়াংচুক। দুপুর আড়াইটে নাগাদ লাদাখের পুলিশ প্রধান এস ডি সিং জামওয়ালের নেতৃত্বে একদল পুলিশ লেহ শহর থেকে তাঁকে আটক করে।
পুলিশ সূত্রে খবর, মাত্র দুই দিন আগে ওই দাবিকে ঘিরে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে প্রাণ হারান চার জন। আহত হন প্রায় ৯০ জনেরও বেশি। তারপর থেকেই গোটা লাদাখে টানটান উত্তেজনা ছড়িয়ে পড়ে।
কী অভিযোগ?
সরকারি সূত্রের দাবি, লেহ এপেক্স বডি (LAB) এবং কারগিল ডেমোক্র্যাটিক অ্যালায়েন্স (KDA)—এই দুই সংগঠন দীর্ঘ পাঁচ বছর ধরে রাজ্যের মর্যাদা ও ষষ্ঠ তফসিল কার্যকরের দাবিতে আন্দোলন চালিয়ে আসছে। আন্দোলনের অন্যতম মুখ সোনম ওয়াংচুকের বিরুদ্ধে অভিযোগ, তাঁর উসকানিতেই সহিংসতা ছড়ায়। স্বরাষ্ট্র মন্ত্রকের পক্ষ থেকেও তাঁর নাম সরাসরি উল্লেখ করে দায় চাপানো হয়েছে।
তবে গ্রেফতারির আগে ওয়াংচুক স্পষ্ট জানান, তিনি সহিংসতার বিরোধী। বরং শান্তিপূর্ণ আন্দোলনের পক্ষেই তিনি বরাবর সওয়াল করেছেন। লাদাখের মানুষের দাবি পূরণের জন্য তিনি টানা ১৫ দিনের অনশন ধর্মঘটেও সামিল ছিলেন। সহিংসতার ঘটনার পর বুধবারই তিনি সেই অনশন ভঙ্গ করেন এবং প্রকাশ্যে হিংসার নিন্দা জানান।
এখনও পর্যন্ত পুলিশের পক্ষ থেকে তাঁর বিরুদ্ধে কোন ধারায় মামলা রুজু করা হয়েছে, তা স্পষ্ট নয়। তবে গ্রেফতারির খবরে আন্দোলন আরও তীব্র হয়ে ওঠার আশঙ্কা দেখা দিয়েছে।
লাদাখের রাজনৈতিক মহল মনে করছে, ওয়াংচুককে গ্রেফতার করা হলে জনআন্দোলন আরও বিস্তার লাভ করতে পারে। প্রশাসনের তরফে যদিও বলা হচ্ছে, শান্তি বজায় রাখাই এখন তাঁদের একমাত্র লক্ষ্য।