নিউজ ফ্রন্ট, ১৯ জুলাইঃ
আজ সকালে মথুরা-যমুনা এক্সপ্রেসওয়েতে ঘটে গেল এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনা। একটি বাস, একটি ট্যাঙ্কার ও একটি ভ্যানে ত্রিমুখী সংঘর্ষে ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছেন ছয়জন এবং গুরুতর আহত হয়েছেন আরও দুইজন।
পুলিশ সূত্রে জানা গেছে, দুর্ঘটনাটি ঘটে এক্সপ্রেসওয়ের ১৩১ এবং ১৪০ নম্বর মাইলস্টোনের মধ্যবর্তী এলাকায়। ঘটনাস্থলে পৌঁছান মথুরার জেলা শাসক চন্দ্রপ্রকাশ সিং ও এসএসপি শ্লোক কুমার। উদ্ধারকাজে হাত লাগান পুলিশ এবং স্থানীয়রাও। আহতদের আশেপাশের হাসপাতালে ভর্তি করা হয়েছে। মৃতদেহগুলিকে পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য।

প্রাথমিক তদন্তে জানা গেছে, একটি ইকো গাড়ি প্রথমে একটি অজ্ঞাত পরিচয় গাড়িকে ধাক্কা মারে, এরপর সেটি একটি বাস এবং ট্যাঙ্কারের সঙ্গে জোরালভাবে সংঘর্ষে জড়িয়ে পড়ে। নিহতদের মধ্যে রয়েছেন আগ্রা ও মধ্যপ্রদেশের বাসিন্দা ছয়জন পুরুষ।
উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এই দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। এক্স হ্যান্ডেলে তিনি লিখেছেন, নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছেন এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করছেন। সেই সঙ্গে প্রশাসনিক আধিকারিকদের নির্দেশ দিয়েছেন যেন আহতদের যথাযথ চিকিৎসা এবং প্রয়োজনীয় সহায়তা অবিলম্বে নিশ্চিত করা হয়।
পুলিশ ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে। কিভাবে এমন তীব্র সংঘর্ষ ঘটল, তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন আধিকারিকরা।
