নিষেধাজ্ঞা উঠতেই জালে উঠল জলের রুপোলি শস্য
নিউজ ফ্রন্ট নামখানা, দক্ষিণ ২৪ পরগনা, ১৭ জুন: আষাঢ়ের প্রথম দিন থেকেই সুন্দরবন উপকূলে মৎস্যজীবীদের মুখে হাসি ফুটেছে। দীর্ঘ দুই মাসের নিষেধাজ্ঞার পর গত ১৪ জুন মধ্যরাত থেকে সামুদ্রিক মাছ শিকার শুরু হওয়ার পরই জালে ধরা পড়তে শুরু করেছে জলের রুপোলি শস্য ইলিশ।
গতকাল থেকে সুন্দরবনের নামখানা ঘাটে ইলিশ ভর্তি ট্রলার ফিরতে শুরু করেছে। এখন পর্যন্ত প্রায় ২৫টি ট্রলার সফল শিকার নিয়ে ঘাটে ভিড়েছে।
প্রাথমিক হিসাব অনুযায়ী, প্রথম দিনেই সুন্দরবন এলাকায় প্রায় ৩০ টন ইলিশ ধরা পড়েছে। এবারের ইলিশগুলির ওজন ৬০০ থেকে ৮০০ গ্রাম, যা বেশ ভালো আকারের বলে জানিয়েছেন মৎস্যজীবীরা।
কাকদ্বীপ ফিশারম্যান ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সম্পাদক বিজন মাইতি জানান, “দুই মাসের নিষেধাজ্ঞা ওঠার পর ট্রলারগুলি সমুদ্রে পাড়ি দিয়েছিল। আমাদের প্রত্যাশা ছিল এবং সেই অনুযায়ী ফলও পেয়েছি। খুব অল্প দিনের মধ্যেই জালে উঠেছে প্রচুর ইলিশ।”
সমুদ্রের আবহাওয়া অনুকূল থাকায় আগামী কয়েকদিন আরও ভালো ইলিশ মিলবে বলে আশা করছেন মৎস্যজীবীরা। দীর্ঘ বিরতির পর সমুদ্রে মাছের পরিমাণ বৃদ্ধি পেয়েছে, যা এই বাম্পার ফলনের মূল কারণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
স্থানীয় মৎস্য ব্যবসায়ীরা জানিয়েছেন, এবারের ইলিশের মান খুবই ভালো এবং বাজারে এর চাহিদাও রয়েছে প্রচুর। আগামী কয়েক সপ্তাহে ইলিশের দাম কিছুটা কমে আসতে পারে বলে আশা করা হচ্ছে।
নতুন ইলিশ বাজারে আসায় দামেও কিছুটা স্বস্তি মিলতে পারে সাধারণ ক্রেতাদের। তবে প্রথম দিকে দাম একটু বেশিই থাকবে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।
সুন্দরবন উপকূলীয় এলাকার হাজার হাজার মৎস্যজীবী পরিবার এই ইলিশ শিকারের উপর নির্ভরশীল। সফল শুরুতে তাদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা দিয়েছে।