নিউজ ফ্রন্ট ডেস্ক | রঘুনাথগঞ্জ | ৩ জুন
মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জে এক কিশোরীর নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে মৃতার নাম শারমিল খাতুন (১৬)। সামশেরগঞ্জের মহিষাস্থলী গ্রামের বাসিন্দা শারমিল খাতুন গতকাল সকালে স্কুলে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয়েছিল বলে জানা যায়। তার আর খোঁজ পাওয়া যায়নি।
এলাকার বাসিন্দারা জানিয়েছেন, শারমিলকে রাণীনগরের এক যুবকের মোটরসাইকেলে করে যেতে দেখা গিয়েছিল। আজ, সকালে রঘুনাথগঞ্জের ভাটুপাড়ায় একটি তিল ক্ষেতের মধ্যে তার ক্ষতবিক্ষত ও অর্ধনগ্ন অবস্থায় মৃতদেহ পাওয়া যায়।
মৃত কিশোরীর পরিবার দাবি করেছে যে তাকে প্রতারণার মাধ্যমে ডেকে নিয়ে গিয়ে ধর্ষণের পর হত্যা করা হয়েছে।
স্থানীয় পুলিশ ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, প্রাথমিক তদন্তে হত্যাকাণ্ডের বিষয়টি নিশ্চিত হয়েছে।