বিজেপির নতুন রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য, তৃণমূল উৎখাতের শপথ

কলকাতা, ৩ জুলাই—

পশ্চিমবঙ্গে বিজেপির নতুন রাজ্য সভাপতি হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করলেন শমীক ভট্টাচার্য। আজ কলকাতার সায়েন্স সিটিতে আয়োজিত বিশেষ অনুষ্ঠানে দলের কেন্দ্রীয় পর্যবেক্ষক ও প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী রবি শঙ্কর প্রসাদ এই ঘোষণা করেন।

নবনির্বাচিত রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য দায়িত্ব গ্রহণের পর প্রথম ভাষণেই রাজ্য থেকে তৃণমূল কংগ্রেসকে উৎখাত করার দৃঢ় সংকল্প ব্যক্ত করেন। তিনি বলেন, “বিজেপির সকল স্তরের কর্মী-সমর্থকরা একযোগে লড়াই করে রাজ্য থেকে তৃণমূল কংগ্রেসকে উৎখাত করবেন।”

সংখ্যালঘু প্রশ্নে বিজেপির অবস্থান

অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে শমীক ভট্টাচার্য স্পষ্ট করেন যে বিজেপি সংখ্যালঘু বিরোধী দল নয়। তাঁর কথায়, “আমরা চাই সমস্ত ধর্মীয় অনুষ্ঠান একসঙ্গে পালন করতে। বিজেপি সকল ধর্মের মানুষের দল।”

তৃণমূল সরকারের সমালোচনা করে নতুন রাজ্য সভাপতি দাবি করেন, “রাজ্যে তৃণমূল কংগ্রেস সরকারের আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন মুসলমান সম্প্রদায়ের মানুষ।”

নো ভোট টু বিজেপি’ স্লোগানের বিরোধিতা

সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে মন্তব্য করতে গিয়ে শমীক ভট্টাচার্য বলেন, “‘নো ভোট টু বিজেপি’ স্লোগানের আড়ালে আসলে তৃণমূল কংগ্রেসকেই ক্ষমতায় ফিরিয়ে আনার চক্রান্ত চলছে। বিজেপি এই চক্রান্ত সফল হতে দেবে না।”

রাজ্য রাজনীতিতে নতুন মেরুকরণের ইঙ্গিত দিয়ে তিনি বলেন, দলের সংগঠনকে আরও শক্তিশালী করে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে জোরদার আন্দোলন গড়ে তোলা হবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য ও কেন্দ্রীয় নেতৃত্বের বিভিন্ন সদস্যরা। শমীক ভট্টাচার্যের নেতৃত্বে পশ্চিমবঙ্গে বিজেপি নতুন রাজনৈতিক কৌশল নিয়ে এগোবে বলে দলীয় সূত্রে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *