লেন্দে নদীতে ভয়াবহ বন্যা, নেপালের রাসুয়ায় অবরুদ্ধ বহু মানুষ

নিউজ ফ্রন্ট | কাঠমাণ্ডু, নেপাল | ৯ জুলাই, ২০২৫

নেপালের রাসুয়া জেলার লেন্দে নদীতে হঠাৎ বন্যা পরিস্থিতিতে অবরুদ্ধ হয়ে পড়েছেন বহু মানুষ। নেপাল-চীন সীমান্তের কাছে বন্যার কারণে যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ ভেঙে পড়েছে।

সরকারি সূত্রে জানা গেছে, ৩৭ জন নিখোঁজ বা অবরুদ্ধ ছিলেন, যাদের মধ্যে ২২ জনকে ইতিমধ্যেই উদ্ধার করা হয়েছে। তবে অন্য ১৫ জনের খোঁজ এখনও পাওয়া যায়নি

 কী ঘটেছে?

 প্রবল বর্ষণে লেন্দে নদীতে জলস্তর বিপজ্জনকভাবে বেড়ে যায়নদীর প্রবল স্রোতে নেপাল-চীন সংযোগকারী মিটেরিপুল সেতু ভেসে যায়।  বাইরের জগত থেকে বিচ্ছিন্ন হয়ে যায় রাসুয়া জেলার একাধিক গ্রাম
রাসুয়া মহাসড়ক ক্ষতিগ্রস্ত, ফলে উদ্ধারকাজে বড় বাধা। খারাপ আবহাওয়ার কারণে হেলিকপ্টার চলাচল ব্যাহত

স্বরাষ্ট্র দপ্তরের বিবৃতিতে বলা হয়েছে, “উদ্ধারকারীরা কঠিন পরিস্থিতিতে কাজ করছে। আবহাওয়া খারাপ থাকায় উদ্ধারকাজে দেরি হচ্ছে। হেলিকপ্টার উঠতে পারছে না।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *