নিউজ ডেস্ক | ৩১ মে ২০২৫
অরুণাচল প্রদেশের পূর্ব কামেং জেলার বানা ও সেপ্পার মধ্যে ভয়াবহ ভূমিধ্বসে প্রাণ হারিয়েছেন সাতজন। বৃহস্পতিবার রাতে জাতীয় সড়ক NH-13-এ এই দুর্ঘটনা ঘটে। প্রবল বৃষ্টির কারণে পাহাড় ধসে একটি যাত্রীবোঝাই গাড়ি রাস্তা থেকে ছিটকে পড়ে যায়। গাড়িতে থাকা সাতজন যাত্রীই ঘটনাস্থলেই মারা যান বলে জানিয়েছে পুলিশ।
ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকারী দল মৃতদেহগুলি উদ্ধার করেছে। এখনও পর্যন্ত মৃতদের পরিচয় প্রকাশ করা হয়নি। দুর্ঘটনার খবর পেয়ে শোকপ্রকাশ করেছেন রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী মামা নাটুং।
It's very painful to hear about the tragic loss of seven lives in my Assembly constituency due to a landslide on NH 13 Road in between Bana & Seppa. My heartfelt condolences to the bereaved families during this difficult time. I request everyone to remain vigilant and avoid… pic.twitter.com/q9wuMWYvtZ
— Mama Natung (@NatungMama) May 31, 2025
তিনি এক বিবৃতিতে বলেন—
“আমার বিধানসভা এলাকায় ভূমিধ্বসে সাতজন প্রাণ হারিয়েছেন, বিষয়টি অত্যন্ত বেদনাদায়ক। মৃতদের পরিবারকে আমার আন্তরিক সমবেদনা জানাই। বর্ষার সময় সকলে যেন সতর্ক থাকেন এবং বিশেষ করে রাতে যাত্রা এড়িয়ে চলেন। প্রার্থনা করি, নিহতদের আত্মার শান্তি হোক।”
ঘটনার পর প্রশাসন জানিয়েছে, ওই রুটে যান চলাচল আপাতত নিয়ন্ত্রণে রাখা হয়েছে এবং দুর্ঘটনাস্থলে পর্যাপ্ত নজরদারি বজায় রাখা হচ্ছে। রাজ্যের দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ আগাম সতর্কবার্তা জারি করেছে।