এবার আইআইএম জোকায় কাণ্ড! কাউন্সেলিংয়ের ছলে হোস্টেলে ডেকে তরুণীকে বেহুঁশ করে ‘ধর্ষণ’, গ্রেফতার দ্বিতীয় বর্ষের ছাত্র

নিউজ ফ্রন্ট, কলকাতাঃ কলকাতার জোকায় ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট (IIM)-এর ক্যাম্পাসে এক তরুণীকে যৌন নির্যাতনের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনায় জড়িত থাকার অভিযোগে প্রতিষ্ঠানটির দ্বিতীয় বর্ষের ছাত্রকে গ্রেফতার করেছে পুলিশ। ভারতীয় দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারায় তার বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে।

ঘটনাটি ঘটে গতকাল সন্ধ্যায়। অভিযোগ, নির্যাতিতা তরুণী ও অভিযুক্ত ছাত্রের পরিচয় হয় সামাজিক মাধ্যমে। এরপর ‘কাউন্সেলিং’-এর নাম করে মেয়েটিকে IIM ক্যাম্পাসের বয়েজ হোস্টেলে ডেকে পাঠায় সে। অভিযোগ, সেখানে তরল পানীয় খাইয়ে মেয়েটিকে অচেতন করে তার উপর যৌন নির্যাতন চালানো হয়।

সংজ্ঞা ফিরে পাওয়ার পরই মেয়েটি সরাসরি স্থানীয় থানায় অভিযোগ দায়ের করে। ঘটনার গুরুত্ব বুঝে পুলিশ রাতেই অভিযুক্তকে হোস্টেল থেকে গ্রেফতার করে। পাশাপাশি আরও চারজনের বিরুদ্ধে সংশ্লিষ্টতার অভিযোগ উঠেছে। তাদের মধ্যে একজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

পুলিশ ইতিমধ্যেই ঘটনাস্থল, অর্থাৎ বয়েজ হোস্টেলের নির্দিষ্ট ঘর থেকে ফরেনসিক নমুনা সংগ্রহ করেছে। আলিপুর আদালতে নির্যাতিতার জবানবন্দি নেওয়ার কথা রয়েছে আজ।

পুলিশ সূত্রে জানানো হয়েছে ধৃতের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার ১২৪/৬৪ ধারায় মামলা রুজু করা হয়েছে। ঘটনার তদন্তে নির্ভরযোগ্য সব তথ্য ও প্রমাণ সংগ্রহে মনোযোগী পুলিশ। কলেজ কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রেখে তদন্তে সহায়তা চাওয়া হয়েছে।

IIM কলকাতা’র মতো উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে এই ধরনের লোমহর্ষক ঘটনা শিক্ষা মহলে চাঞ্চল্য সৃষ্টি করেছে। অভিযুক্তদের কড়া শাস্তির দাবি উঠেছে বিভিন্ন মহল থেকে। তদন্তে গতি আনতে পুলিশ-প্রশাসন এখন সর্বতোভাবে তৎপর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *