নিউজ ফ্রন্ট ডেস্ক | মালদা | ২ জুন ২০২৫
সম্প্রতি উত্তরপ্রদেশের গাজিয়াবাদে ঘটে গিয়েছে এক হৃদয়বিদারক ও চাঞ্চল্যকর ঘটনা—যেখানে স্ত্রী মুসকান রাস্তোগি নিজের স্বামীকে খুন করে তাঁর দেহ ড্রামে ভরে রেখে দিয়েছিলেন দিনের পর দিন। পুলিশের তদন্তে উঠে আসে, ব্যক্তিগত সম্পর্কের অবনতির কারণে এই হত্যাকাণ্ড। এই ঘটনায় গোটা দেশ স্তম্ভিত।
ঠিক তেমনই আর একটি দেহ উদ্ধারের ঘটনায় রীতিমতো আলোড়ন ছড়িয়েছে পশ্চিমবঙ্গের মালদা ও দক্ষিণ দিনাজপুরে। নিখোঁজ মালদার ঠিকাদার সাদ্দাম নাদাবের সিমেন্টে প্লাস্টার করা দেহ উদ্ধার করা হয়েছে দক্ষিণ দিনাজপুরের তপন থানা এলাকার একটি বাড়ি থেকে। নিখোঁজ থাকার ১৬ দিন পর দক্ষিণ দিনাজপুরের তপন থানার এক বাড়ি থেকে উদ্ধার হল তাঁর সিমেন্টে চাপা দেওয়া দেহ।
১৮ মে থেকে নিখোঁজ ছিলেন পুখুরিয়া থানার কোকলামারি নাদাবপাড়া এলাকার বাসিন্দা সাদ্দাম, যিনি পেশায় ছিলেন একজন ঠিকাদার এবং ভিন রাজ্যে শ্রমিক সরবরাহ করতেন। সাদ্দামের স্ত্রী প্রথমে নিখোঁজের অভিযোগ জানান ইংরেজবাজার থানায় ।

তদন্তে নেমে পুলিশ জানতে পারে, সাদ্দাম তার এক আত্মীয়ার বাড়িতে ভাড়া থাকতেন। সেই আত্মীয়া, মৌমিতা নাদাবকে জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পারে চাঞ্চল্যকর তথ্য। পুলিশি চাপে ভেঙে পড়ে মৌমিতা স্বীকার করেন, দক্ষিণ দিনাজপুরের তপন থানার অধীনে তার পৈতৃক বাড়ির ভিতরে সাদ্দামের মৃতদেহ পুঁতে দিয়ে, তার উপর সিমেন্ট দিয়ে প্লাস্টার করে দেওয়া হয়েছে।
এরপরই ইংরেজবাজার থানার পুলিশ তপন থানার সহযোগিতায় অভিযান চালিয়ে সেই বাড়ি থেকে মৃতদেহ উদ্ধার করে। গ্রেফতার করা হয়েছে মৌমিতা নাদাবকে।
প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, আর্থিক লেনদেন সংক্রান্ত বিবাদের জেরেই এই খুন। তবে তদন্ত চলছে, আরও কেউ জড়িত কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।
সাদ্দামের মৃত্যুর খবর শুনে কান্নায় ভেঙে পড়েছেন তাঁর স্ত্রী ও আত্মীয়রা।