জেরক্স সেন্টারের আড়ালে ভুয়ো আধার সেন্টার, আটক ২

উত্তর ২৪ পরগণার মিনাখাঁয় পুলিশের অভিযানে চাঞ্চল্য, উদ্ধার ভুয়ো আধার তৈরির সরঞ্জাম

মিনাখাঁ, উত্তর ২৪ পরগণা, ২৪ জুলাই: উত্তর ২৪ পরগণার মিনাখাঁ থানার পুলিশ একটি জেরক্স সেন্টারের আড়ালে ভুয়ো আধার সেন্টার চালানোর অভিযোগে দু’জনকে আটক করেছে। এই অভিযানে ভুয়ো আধার কার্ড তৈরির জন্য ব্যবহৃত ল্যাপটপ, ফিঙ্গারপ্রিন্ট মেশিন সহ বেশ কিছু সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। ঘটনাটি ঘটেছে চাপালি অঞ্চলের বকচোরা বাজারের আমেনিয়া জেরক্স সেন্টারে, যা এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করেছে।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সূত্রে খবর পেয়ে মিনাখাঁ থানার পুলিশ গতকাল রাতে (২৩ জুলাই) আমেনিয়া জেরক্স সেন্টারে অভিযান চালায়। অভিযান চলাকালীনই ভুয়ো আধার কার্ড তৈরির এই চক্রের পর্দা ফাঁস হয়। আটককৃত দু’জনকে বর্তমানে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

স্থানীয় বাসিন্দাদের দাবি, এই জেরক্স সেন্টারের আড়ালেই দীর্ঘদিন ধরে অবৈধভাবে ভুয়ো আধার কার্ড তৈরি করে দেওয়া হচ্ছিল। মোটা অঙ্কের টাকার বিনিময়ে এই কাজ করা হতো বলে অভিযোগ স্থানীয়দের। এই ঘটনায় এলাকার মানুষের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। যেখানে একদল মানুষ পুলিশের এই সফল অভিযানে স্বস্তি প্রকাশ করেছেন, সেখানে অনেকেই এই ধরনের প্রতারণা চক্রের বিস্তার নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *