নিউজ ফ্রন্ট, শিলিগুড়ি:
রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের (আরএসএস) ১০০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত বিভিন্ন কর্মসূচিতে অংশ নিতে তিন দিনের সফরে উত্তরবঙ্গে এলেন সঙ্ঘ প্রধান মোহন ভাগবত। বৃহস্পতিবার থেকে শুরু হওয়া এই সফরে তিনি মূলত দার্জিলিং এবং জলপাইগুড়ি জেলার একাধিক সাংগঠনিক ও সামাজিক অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।
সঙ্ঘ সূত্রে খবর, ১৯২৫ সালে প্রতিষ্ঠিত এই সংগঠনের শতবর্ষ পূর্ণ হতে চলেছে। এই বিশেষ মুহূর্তকে স্মরণীয় করে রাখতে দেশজুড়ে যে সমস্ত কর্মসূচি নেওয়া হয়েছে, তারই অঙ্গ হিসেবে মোহন ভাগবতের এই উত্তরবঙ্গ সফর। এই তিন দিনে তিনি সংগঠনের শক্তি বৃদ্ধি এবং স্থানীয় স্তরে জনসংযোগের ওপর বিশেষ জোর দেবেন।
উত্তরবঙ্গের যুব সমাজকে সঙ্ঘের আদর্শে অনুপ্রাণিত করতে একটি ‘যুব সম্মেলন’ বা ‘যুব সমাগম’-এ অংশ নেবেন তিনি। সেখানে বর্তমান প্রজন্মের সামনে সঙ্ঘের লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে আলোকপাত করবেন সরসঙ্ঘচালক। পাহাড় ও সমতলের স্থানীয় বাসিন্দাদের সঙ্গে সরাসরি মতবিনিময় করবেন তিনি। এলাকার সামাজিক ও সাংস্কৃতিক পরিস্থিতি সম্পর্কে সম্যক ধারণা পেতে এই সংলাপ অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। সফরের অন্যতম প্রধান অংশ হিসেবে শিলিগুড়ির শারদা শিশু তীর্থ বিদ্যালয় চত্বরে আয়োজিত একটি বিশেষ অনুষ্ঠানে ভাষণ দেবেন মোহন ভাগবত। সেখানে সঙ্ঘের স্বেচ্ছাসেবকদের পাশাপাশি সমাজের বিভিন্ন স্তরের বিশিষ্টজনেরাও উপস্থিত থাকবেন।
মোহন ভাগবতের এই সফরকে কেন্দ্র করে শিলিগুড়ি-সহ ডুয়ার্স এলাকায় কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। শারদা শিশু তীর্থ বিদ্যালয় চত্বর থেকে শুরু করে তাঁর যাতায়াতের পথে বিশেষ নজরদারি চালাচ্ছে পুলিশ ও কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। আরএসএস-এর স্থানীয় পদাধিকারীরা জানিয়েছেন, সঙ্ঘ প্রধানের এই সফর উত্তরবঙ্গের সঙ্ঘ কর্মীদের মধ্যে নতুন উদ্দীপনার সঞ্চার করবে।
সংগঠনের শতবর্ষ উদযাপনের পাশাপাশি পাহাড় ও সমতলের সামাজিক মেলবন্ধন এবং সঙ্ঘের ভবিষ্যৎ কর্মপন্থা নির্ধারণেও এই সফর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে রাজনৈতিক ও সামাজিক মহলের ধারণা।