নিউজ ফ্রন্ট, পাটনা, ১১ অক্টোবর:
বিহারের রাজনীতিতে বিধানসভা নির্বাচনের আগে ফের শুরু হয়েছে দলবদলের হিড়িক। জাহানাবাদের প্রাক্তন সাংসদ এবং মগধ অঞ্চলের প্রভাবশালী নেতা অরুণ কুমার আজ আনুষ্ঠানিকভাবে জনতা দল (ইউনাইটেড) বা জেডিইউ-তে যোগ দিলেন। তাঁর সঙ্গে ছেলে ঋতুরাজ-ও দলের সদস্যপদ গ্রহণ করেছেন। দলে যোগদানের পর অরুণ কুমার মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের সঙ্গে সাক্ষাৎ করেন এবং সৌজন্য বৈঠক করেন মুখ্যমন্ত্রী ভবনে।

জেডিইউ-র সদর দফতরে এক মিলন অনুষ্ঠানে অরুণ কুমার ও তাঁর ছেলে ঋতুরাজকে দলীয় সদস্যপদ প্রদান করা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দলের কার্যনির্বাহী জাতীয় সভাপতি সঞ্জয় ঝা, কেন্দ্রীয় মন্ত্রী রাজীব রঞ্জন ওরফে ললন সিং, এবং আরও একাধিক সিনিয়র নেতা। অনুষ্ঠানে বিপুল সংখ্যক কর্মী ও সমর্থক অংশ নেন, যা দেখে পর্যবেক্ষকদের মতে, এই পদক্ষেপে মগধ অঞ্চলে জেডিইউ-র সংগঠন আরও শক্তিশালী হবে।
জেডিইউ নেতারা জানিয়েছেন “অরুণ কুমার ও তাঁর পরিবারের যোগদানে শুধু জাহানাবাদ নয়, গোটা মগধ অঞ্চলে এনডিএ জোটের অবস্থান আরও মজবুত হবে।”