নিউজ ফ্রন্ট | বর্ধমান | ১০ জুলাই ২০২৫
এক বেসরকারি মেডিকেল কলেজে ভর্তি হওয়া নিয়ে শুরু হয়েছিল বিতর্ক। শেষ পর্যন্ত ক্রেতা সুরক্ষা আদালতের হস্তক্ষেপে ২০ লক্ষ টাকা ফেরত পেলেন এক এমবিবিএস পড়ুয়া।
ঘটনাটি ঘটেছে পশ্চিম বর্ধমান জেলার মালানদিঘী এলাকায়। অভিযোগ, সেখানকার একটি বেসরকারি মেডিকেল কলেজে এমবিবিএস কোর্সে ভর্তি হতে গিয়ে ভর্তির প্রক্রিয়ায় শিক্ষার্থীর কাছ থেকে প্রথমে ৭৫ লক্ষ টাকা, পরে তা বাড়িয়ে ৯০ লক্ষ ও শেষ পর্যন্ত ৯৯ লক্ষ টাকা ফি দাবি করা হয়।
প্রথম ধাপে পড়ুয়া কলেজে ২০ লক্ষ টাকা অগ্রিম জমা দেন। কিন্তু কোর্স ফি ক্রমাগত বাড়তে থাকায় তিনি শেষ পর্যন্ত ওই কলেজে না পড়ার সিদ্ধান্ত নেন। এরপর কলেজ কর্তৃপক্ষের কাছে অগ্রিম টাকা ফেরত চাইলে তারা তা দিতে অস্বীকার করে।
পরিস্থিতির মোকাবিলায় পড়ুয়া ক্রেতা সুরক্ষা দপ্তরে লিখিত অভিযোগ দায়ের করেন।
বর্ধমান ক্রেতা সুরক্ষা আদালত মামলাটি খতিয়ে দেখে নির্দেশ দেয়, অগ্রিম নেওয়া ২০ লক্ষ টাকা ফেরত দিতে হবে কলেজ কর্তৃপক্ষকে। আদালতের নির্দেশে গতকাল ওই টাকা আদালতের মাধ্যমে ফেরত পাঠানো হয়েছে।
এই রায় শুধু ওই পড়ুয়ারই নয়, বরং এমন অনেক ছাত্রছাত্রীর কাছে দৃষ্টান্ত হয়ে উঠেছে যারা বেসরকারি কলেজের স্বেচ্ছাচারী ফি কাঠামো ও জবাবদিহিতাহীন ব্যবস্থার শিকার।
এই ঘটনাটি আবারও তুলে ধরল বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে স্বচ্ছতা ও নিরপেক্ষ নিয়ন্ত্রণের প্রয়োজনীয়তা। পাশাপাশি এটি প্রমাণ করে, আইনের সহায়তায় ছাত্রছাত্রী ও অভিভাবকেরা নিজেদের অধিকার রক্ষা করতে সক্ষম।