এক সপ্তাহের মধ্যে শুরু হজ ২০২৬-এর নিবন্ধন

নয়াদিল্লি, ৪ জুলাই: ২০২৬ সালের হজ যাত্রার প্রস্তুতি শুরু হয়ে গেল। সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী কিরন রিজিজু জানিয়েছেন যে সরকার এক সপ্তাহের মধ্যে ২০২৬ সালের হজের জন্য আবেদন গ্রহণ শুরু করবে। আজ নয়াদিল্লিতে ২০২৬ এর হজ পর্যালোচনা বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় শ্রী রিজিজু সমস্ত আবেদনকারীদের নির্ধারিত সময়সীমার মধ্যে ফর্ম পূরণ করে আবেদন করার অনুরোধ জানান।

তিনি ভারতের হজ কমিটিকে নির্ধারিত সময়সীমার আগে সৌদি আরব সরকারকে অর্থ প্রদানের নির্দেশ দিয়েছেন। শ্রী রিজিজু আরও জানিয়েছেন যে হজযাত্রীদের যাদের বয়স ৬৫ বছরের ঊর্ধ্বে  তাদের দেখাশোনার জন্য একজন সঙ্গী বাধ্যতামূলক। সরকার পুরুষ ও মহিলাদের জন্য পৃথক বাসস্থানের ব্যবস্থার অনুরোধ বিবেচনা করছে।

মন্ত্রী আরও বলেন, “হজ ২০২৫ ছিল সর্বকালের সেরা হ”,।” শ্রী রিজিজু তুলে ধরেন যে গত বছর হজে গিয়ে মৃত্যু  হয়েছিল ২২০ কিন্তু এবার সেটা অনেকটাই  কমে ৬৪-এ নেমে এসেছে। তিনি বলেন, ২০২৫ সালের হজের এই সাফল্য সংখ্যালঘু বিষয়ক মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, বেসামরিক বিমান পরিবহন মন্ত্রণালয় এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের আধিকারিকদের সম্মিলিত  প্রচেষ্টার ফল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *