তৃণমূল বিধায়কের ‘ছায়াসঙ্গী’ রাজু গ্রেপ্তার! সাড়ে ১৮ লক্ষ টাকার প্রতারণায় চাঞ্চল্য নবগ্রামে

নিউজ ফ্রন্ট, নবগ্রাম, মুর্শিদাবাদঃ
জমি দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে এক ব্যবসায়ীর কাছ থেকে সাড়ে ১৮ লক্ষ টাকা প্রতারণা করার অভিযোগে গ্রেপ্তার হলেন নবগ্রামের তৃণমূল বিধায়ক কানাই চন্দ্র মণ্ডলের ঘনিষ্ঠ সহচর গোলাম কিবরিয়া ওরফে রাজু।

সূত্রের খবর, রাজু প্রতিশ্রুতি দিয়েছিলেন যে, নির্দিষ্ট জমি ওই ব্যবসায়ীকে বুঝিয়ে দেবেন। কিন্তু দীর্ঘদিন কেটে গেলেও কোনো কাজ না হওয়ায় প্রতারিত ব্যক্তি পুলিশের দ্বারস্থ হন। অভিযোগের ভিত্তিতে নবগ্রাম থানার পুলিশ তদন্ত শুরু করে। প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা মেলায় অভিযুক্তকে গ্রেপ্তার করে নবগ্রাম থানার পুলিশ।

সূত্র জানাচ্ছে, রাজুর নিমগ্রামের বাড়িতে পুলিশ গেলে পালানোর চেষ্টা করলেও শেষপর্যন্ত তাঁকে ধরে ফেলে।

এই ঘটনার পর রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। রাজু দীর্ঘদিন ধরে নবগ্রামের তৃণমূল বিধায়কের ঘনিষ্ঠ হিসেবে এলাকায় পরিচিত। যদিও এই বিষয়ে এখনো পর্যন্ত কোনো প্রতিক্রিয়া দেননি বিধায়ক কানাই চন্দ্র মণ্ডল।

মুর্শিদাবাদের অতিরিক্ত পুলিশ সুপার (লালবাগ) রাসপ্রিত সিং জানান, “গোলাম কিবরিয়া নামে এক ব্যক্তিকে প্রতারণার অভিযোগে গ্রেপ্তার করেছে নবগ্রাম থানা। তদন্ত চলছে, তাই এই মুহূর্তে বিস্তারিত কিছু জানানো সম্ভব নয়।”

সূত্রের খবর, গ্রেপ্তার হওয়া রাজুকে আজ আদালতে তোলা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *