নিউজ ফ্রন্ট, নয়াদিল্লি, ১৩ অক্টোবর
কংগ্রেস সাংসদ ও লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর ভোটর তালিকায় কারচুপির গুরুতর অভিযোগের ভিত্তিতে দায়ের করা একটি মামলার শুনানি করতে অস্বীকার করল সুপ্রিম কোর্ট। এই অভিযোগে বিশেষ তদন্তকারী দল (SIT) গঠনের আর্জি জানানো হয়েছিল।
সোমবার এই মামলার শুনানি ছিল। বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচীর ডিভিশন বেঞ্চ মামলাটি শুনতে রাজি হয়নি। বেঞ্চ স্পষ্ট জানিয়ে দেয়, “এই মামলা এখানে শোনা হবে না। আবেদনকারীরা চাইলে নির্বাচন কমিশনে গিয়ে স্মারকলিপি জমা দিতে পারেন।” আইনজীবী এবং কংগ্রেস দলের সদস্য রোহিত পান্ডে এই জনস্বার্থ মামলাটি (PIL) দাখিল করেছিলেন। তাঁর আবেদনে রাহুল গান্ধীর ৭ আগস্টের সাংবাদিক বৈঠকের কথা উল্লেখ করা হয়েছিল, যেখানে তিনি ভোট চুরির অভিযোগ করেছিলেন।
গত ৭ আগস্ট এক সাংবাদিক সম্মেলনে রাহুল গান্ধী অভিযোগ করেন যে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গত লোকসভা নির্বাচনে ২৫টি আসনে ভোট চুরি করেছেন। তাঁর দাবি, এই ২৫টি আসনে জয়-পরাজয়ের ব্যবধান ৩৩ হাজারেরও কম ছিল। এছাড়াও, তিনি কর্ণাটকের মহাদেবপুরা বিধানসভা কেন্দ্রের ভোটার তালিকা তুলে ধরে দাবি করেন, এক লাখেরও বেশি ভোট চুরি হয়েছে শুধুমাত্র এই একটি কেন্দ্রেই। তিনি অভিযোগ করেছিলেন যে, বেঙ্গালুরু সেন্ট্রাল এবং অন্যান্য নির্বাচনী এলাকাতেও ভোটার তালিকায় ব্যাপক কারচুপি হয়েছে।
রাহুল গান্ধীর এই চাঞ্চল্যকর অভিযোগকে নির্বাচন কমিশন মোটেও ভালোভাবে নেয়নি। কর্ণাটকের মুখ্য নির্বাচন কমিশনার কংগ্রেসের কাছে এই দাবির সপক্ষে প্রমাণ চেয়েছিলেন। এছাড়া, মুখ্য নির্বাচনী কমিশনার জ্ঞানেশ কুমার রাহুল গান্ধীকে এক সপ্তাহের মধ্যে এই বিষয়ে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দিয়েছিলেন। তবে সুপ্রিম কোর্ট এই মামলার শুনানি করতে অস্বীকার করায় রাহুল গান্ধীর অভিযোগ নিয়ে আইনি পথে অগ্রসর হওয়ার ক্ষেত্রে বড়সড় ধাক্কা লাগল।