স্মার্ট মিটার বাতিলের দাবিতে বারাসতে বিক্ষোভ, টায়ার জ্বালিয়ে যশোর রোড অবরোধ

নিউজ ফ্রন্ট, বারাসত, ৯ জুন ২০২৫

স্মার্ট মিটার বাতিল করে পুরোনো মিটার ফেরানোর দাবিতে উত্তাল হল বারাসত। আজ অল বেঙ্গল ইলেকট্রিসিটি অ্যাসোসিয়েশনের সদস্যরা বারাসত সাবডিভিশনাল বিদ্যুৎ দফতরের সামনে তীব্র বিক্ষোভে সামিল হন। বিক্ষোভ চলাকালীন তাঁরা যশোর রোডে টায়ার জ্বালিয়ে প্রায় এক ঘণ্টারও বেশি সময় ধরে রাস্তাও অবরোধ করেন, যার ফলে যানজটে ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ।

বিক্ষোভকারীদের দাবি, এই মিটার বেআইনি। গ্রাহকের অনুমতি না নিয়ে বসানো হয়েছে। স্মার্ট মিটার বসানোর পর বিদ্যুৎ বিল অস্বাভাবিকভাবে বেড়ে গিয়েছে। তাঁদের বক্তব্য, “আগের মিটারেই খরচ কম আসত। স্মার্ট মিটারে ভুল বিল হচ্ছে এবং এর দায় চাপছে সরাসরি গ্রাহকের উপর।”

ঘটনাস্থলে পৌঁছে বারাসত পুলিশের ট্রাফিক বিভাগের ডিএসপি নীহাররঞ্জন রায় অবরোধকারীদের শান্ত করেন এবং রাস্তায় স্বাভাবিক যান চলাচল ফিরিয়ে আনার আবেদন জানান।

অন্যদিকে, বারাসতের ইলেকট্রিক সাপ্লাই অফিসার গৌতম সরকার জানান,“স্মার্ট মিটার সম্পূর্ণ সঠিক এবং এটি কেন্দ্রীয় সরকারের অনুমোদিত। এই মিটার ভুল রিডিং দেয় না। তবুও আন্দোলনকারীদের দাবি ও অভিযোগ আমরা উচ্চতর কর্তৃপক্ষের কাছে পাঠাব।”

এদিকে বিদ্যুৎ গ্রাহকদের একাংশ জানিয়েছেন, স্মার্ট মিটার বসানোর ফলে বিদ্যুৎ বিল ও মাসিক খরচ দুটোই বেড়ে গিয়েছে। তাঁরা দাবি করছেন, “এই মিটার প্রযুক্তিনির্ভর হলেও ত্রুটির সম্ভাবনা থেকেই যায়, যা শেষমেশ গ্রাহককেই ভুগতে হয়।”

এই পরিস্থিতিতে আন্দোলনকারীরা জানিয়েছেন, তাঁরা মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হবেন এবং বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *