মালদায় রাস্তা সংস্কারের দাবিতে বিক্ষোভ: কাদা জলে ধানের চারা রোপণ করে প্রতিবাদ

ভোট বয়কটের হুঁশিয়ারি গ্রামবাসীদের, বেহাল রাস্তার কারণে চরম ভোগান্তি

মালদা, ২৬ জুলাই ২০২৫: রাস্তা না হাল দিয়ে চষা জমি! না দেখলে বোঝা মুশকিল। মালদার হরিশ্চন্দ্রপুর ১ ব্লকের রশিদাবাদ গ্রাম পঞ্চায়েতের কোতোল গ্রামের গ্রামবাসীরা আজ এক অভিনব উপায়ে তাঁদের বেহাল রাস্তার দাবিতে বিক্ষোভ দেখালেন। কাদা জলে ধানের চারা রোপণ করে তাঁরা রাস্তা সংস্কারের দাবি জানান।

গ্রামবাসীদের অভিযোগ, প্রায় দুই কিলোমিটার রাস্তা বহু বছর ধরে বেহাল অবস্থায় রয়েছে। জন প্রতিনিধি ও প্রশাসনকে একাধিকবার জানিয়েও কোনো সুরাহা হয়নি। বর্ষার সময় এই রাস্তাটি সম্পূর্ণ চলাচলের অযোগ্য হয়ে পড়ে। কাদা এবং জল জমে থাকায় গ্রামবাসীদের চরম ভোগান্তি পোহাতে হয়। বিশেষ করে রোগী বা অসুস্থ ব্যক্তিদের হাসপাতালে নিয়ে যেতে সমস্যা হয়, শিক্ষার্থীদের স্কুলে যেতে অসুবিধা হয় এবং দৈনন্দিন যাতায়াত ব্যাহত হয়।

গ্রামবাসীরা জানিয়েছেন, আগামী বিধানসভা ভোটের আগে যদি এই পাকা রাস্তা নির্মাণ না হয়, তাহলে তাঁরা ভোট বয়কট করবেন। এই হুঁশিয়ারি স্থানীয় প্রশাসন ও রাজনৈতিক মহলে চাপ সৃষ্টি করেছে।

এই বিক্ষোভ স্থানীয় প্রশাসনের উদাসীনতা এবং জন প্রতিনিধিদের প্রতি জনগণের ক্ষোভের প্রতিফলন। দ্রুত এই সমস্যার সমাধান না হলে পরিস্থিতি আরও জটিল হতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *