নিউজ ফ্রন্ট, ২১শে আগস্ট, নয়াদিল্লি:
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল পশ্চিমবঙ্গ সফরে কলকাতায় আসছেন। এদিন তিনি শহরের বহুল প্রতীক্ষিত মেট্রো রেল প্রকল্পের উদ্বোধন করবেন।
১৩.৬১ কিলোমিটার দীর্ঘ এই নতুন মেট্রো নেটওয়ার্ক চালু হলে যাত্রী পরিষেবায় বড়সড় বদল আসবে। প্রধানমন্ত্রী যশোর রোড মেট্রো স্টেশন থেকে নোয়াপাড়া–জয় হিন্দ বিমানবন্দর মেট্রো পরিষেবার উদ্বোধন করবেন এবং স্বয়ং মেট্রোয় যাত্রাও করবেন।

ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে তিনি শিয়ালদহ–এসপ্ল্যানেড এবং বেলেঘাটা–হেমন্ত মুখোপাধ্যায় মেট্রো পরিষেবারও উদ্বোধন করবেন। নতুন এই রুট চালু হলে যাতায়াতে বিপ্লব ঘটবে বলে আশা করা হচ্ছে।
শিয়ালদহ থেকে এসপ্ল্যানেড যেতে যেখানে আগে প্রায় ৪০ মিনিট সময় লাগত, সেখানে এখন মাত্র ১১ মিনিটেই পৌঁছানো যাবে। বিমানবন্দরে পৌঁছনোর সময়ও অনেকটাই কমে যাবে। অন্যদিকে, বেলেঘাটা–হেমন্ত মুখোপাধ্যায় রুট চালু হলে আইটি হাবের সঙ্গে যোগাযোগ বাড়বে।
প্রধানমন্ত্রী হাওড়া মেট্রো স্টেশনে নবনির্মিত পাতাল রেলেরও উদ্বোধন করবেন। এই একাধিক প্রকল্প চালু হলে কলকাতার যাতায়াত ব্যবস্থা আরও দ্রুত, আরামদায়ক ও সংযুক্ত হবে বলে রেল মন্ত্রণালয়ের দাবি।