নিউজ ডেস্ক | পাটনা | ৩০ মে ২০২৫
বিহার সফরের সময় পাটনা বিমানবন্দরে প্রতিভাবান কিশোর ক্রিকেটার বৈভব সুর্যবংশী এবং তাঁর পরিবারের সঙ্গে সাক্ষাৎ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
প্রধানমন্ত্রী এই সাক্ষাতের ছবি ও বার্তা নিজেই শেয়ার করেন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম X (পূর্বে টুইটার)-এ। তিনি লেখেন:
“পাটনা বিমানবন্দরে প্রতিভাবান ক্রিকেটার বৈভব সুর্যবংশী ও তাঁর পরিবারের সঙ্গে দেখা হল। সারা দেশ জুড়ে ওর ক্রিকেট প্রতিভার প্রশংসা হচ্ছে! ভবিষ্যতের জন্য শুভেচ্ছা রইল।”
কে এই বৈভব সুর্যবংশী?
বৈভব সুর্যবংশী অল্প বয়সেই ব্যাট ও বল হাতে অসাধারণ দক্ষতা দেখিয়ে দেশজুড়ে ক্রীড়া মহলে নজর কাড়ছেন। অনেকে তাঁকে ভবিষ্যতের জাতীয় দলের সম্ভাব্য মুখ হিসেবেও দেখছেন।১৪ বছর বয়সী ক্রিকেট প্রতিভা বৈভব সুর্যবংশী ২০২৫ সালের আইপিএলে অসাধারণ পারফরম্যান্সের মাধ্যমে ক্রিকেটপ্রেমীদের মন জয় করেছেন। রবিবার, ৩০ মে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পাটনা বিমানবন্দরে বৈভব ও তাঁর পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন এবং তাঁর ক্রিকেট দক্ষতার প্রশংসা করেন।

বৈভব সুর্যবংশী, রাজস্থান রয়্যালসের হয়ে খেলে, আইপিএলে নিজের প্রথম ম্যাচেই প্রথম বলেই ছক্কা হাঁকিয়ে নজর কেড়েছিলেন। তিনি ৭ ম্যাচে ২৫২ রান সংগ্রহ করেছেন, যার মধ্যে রয়েছে একটি শতরান ও একটি অর্ধশতরান। গুজরাট টাইটান্সের বিরুদ্ধে ৩৫ বলে ১০১ রানের ইনিংসটি আইপিএলের ইতিহাসে দ্বিতীয় দ্রুততম শতরান এবং একজন ভারতীয়ের পক্ষে দ্রুততম।
প্রধানমন্ত্রী মোদী বৈভবের এই কৃতিত্বের প্রশংসা করে বলেন, “পাটনা বিমানবন্দরে বৈভব সুর্যবংশী ও তাঁর পরিবারের সঙ্গে সাক্ষাৎ করলাম। তাঁর ক্রিকেট দক্ষতা সারা দেশে প্রশংসিত হচ্ছে! ভবিষ্যতের জন্য তাঁকে শুভেচ্ছা জানাই।”
বৈভবের এই সাফল্য শুধু তাঁর ব্যক্তিগত কৃতিত্ব নয়, বরং ভারতের তরুণ প্রতিভাদের জন্য একটি অনুপ্রেরণা। তাঁর এই যাত্রা প্রমাণ করে যে, কঠোর পরিশ্রম ও প্রতিভা একসঙ্গে থাকলে সাফল্য অনিবার্য।
এই কিশোর ক্রিকেটারের ভবিষ্যৎ আরও উজ্জ্বল হোক, এই কামনায় দেশবাসী।
তাঁর দৃঢ় মানসিকতা, পরিশ্রম ও ধারাবাহিকতা বহু ক্রীড়াপ্রেমীর অনুপ্রেরণার উৎস হয়ে উঠেছে।
At Patna airport, met the young cricketing sensation Vaibhav Suryavanshi and his family. His cricketing skills are being admired all over the nation! My best wishes to him for his future endeavours. pic.twitter.com/pvUrbzdyU6
— Narendra Modi (@narendramodi) May 30, 2025
প্রধানমন্ত্রীর এই সফরের দ্বিতীয় দিনে তিনি বিহারের কারাকাট থেকে মোট ₹৪৮,৫২০ কোটি টাকার একাধিক প্রকল্পের উদ্বোধন, শিলান্যাস এবং জাতিকে উৎসর্গ করেন।
প্রধানমন্ত্রী বলেন, “ডাবল ইঞ্জিন সরকার বিহারের সার্বিক উন্নয়নের জন্য নিরন্তর কাজ করে যাচ্ছে। আজ হাজার হাজার কোটি টাকার প্রকল্প উদ্বোধন করা হচ্ছে কারাকাট থেকে।”
জনসভায় প্রধানমন্ত্রী পাহালগামে সাম্প্রতিক জঙ্গি হামলার প্রসঙ্গ তোলেন এবং বলেন, “পাকিস্তানে বসে যারা আমাদের বোনেদের সিঁদুর মুছে দিয়েছিল, তাদের ঘাঁটি ভারতীয় সেনা আজ ধ্বংস করে দিয়েছে।”
এই সফরের মাধ্যমে একদিকে যেমন প্রধানমন্ত্রী মোদী বিহারের উন্নয়নের রূপরেখা তুলে ধরলেন, অন্যদিকে বৈভবের মতো উদীয়মান প্রতিভার সঙ্গে সাক্ষাৎ করে আগামী প্রজন্মের প্রতি তাঁর আশাবাদও স্পষ্ট করলেন।