রথযাত্রায় রাষ্ট্রপতি মুর্মুর কামনা – বিশ্বে ছড়িয়ে পড়ুক শান্তি ও মৈত্রী

দেশজুড়ে ভগবান জগন্নাথের রথযাত্রা ধুমধাম সহকারে পালিত হচ্ছে আজ। এই উপলক্ষে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সহ একাধিক নেতা দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। রাষ্ট্রপতি মহাপ্রভু জগন্নাথের কাছে প্রার্থনা করেছেন যেন বিশ্বে শান্তি, মৈত্রী ও স্নেহের পরিবেশ বজায় থাকে।

নিউজ ফ্রন্ট, ২৭ জুন –

দেশজুড়ে শুক্রবার ভগবান জগন্নাথের রথযাত্রা শ্রদ্ধা ও উল্লাসের সঙ্গে পালিত হচ্ছে। এই দিন জগন্নাথ মহাপ্রভু তাঁর ভাই ভগবান বলভদ্র এবং বোন সুভদ্রার সঙ্গে নগর ভ্রমণে বের হন। ওড়িশার পুরীতে বিশ্ববিখ্যাত রথযাত্রার আয়োজন হয়, যা দেখতে লক্ষ লক্ষ ভক্ত সমবেত হন। এই পবিত্র রথযাত্রা উপলক্ষে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সহ একাধিক কেন্দ্রীয় নেতা দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন।

রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর বার্তা

রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু রথযাত্রা উপলক্ষে দেশ-বিদেশে বসবাসকারী ভগবান জগন্নাথের ভক্তদের অভিনন্দন জানিয়ে বলেছেন, “রথে বিরাজমান বড় ঠাকুর বলভদ্র, মহাপ্রভু শ্রীজগন্নাথ, দেবী সুভদ্রা এবং চক্ররাজ সুদর্শনের দর্শনে লক্ষ লক্ষ ভক্ত দিব্য অনুভূতি লাভ করেন।” তিনি বলেছেন যে এই ঈশ্বরীয় স্বরূপের মানবীয় লীলাই রথযাত্রার বিশেষত্ব এবং এই পবিত্র উপলক্ষে তিনি বিশ্বে শান্তি, মৈত্রী ও স্নেহের কামনা করেছেন।

স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বার্তা

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও শুভেচ্ছা জানিয়েছেন। তিনি এক্স-এ পোস্ট করে লিখেছেন যে রথযাত্রার পবিত্র উপলক্ষে শ্রী জগন্নাথ মন্দির, আহমেদাবাদের মঙ্গল আরতিতে অংশ নেওয়া নিজেই একটি দিব্য ও অলৌকিক অভিজ্ঞতা। আজ মহাপ্রভুর মঙ্গল আরতিতে অংশ নিয়ে দর্শন-পূজন করেছেন। মহাপ্রভু সকলের ওপর তাঁর আশীর্বাদ বজায় রাখুন।

প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহের বার্তা

প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ এক্স-এ পোস্ট করে লিখেছেন, “মহাপ্রভু জগন্নাথ সকলকে সুখ, সুস্বাস্থ্য, শান্তি ও সমৃদ্ধি প্রদান করুন। সকল ভক্তকে আধ্যাত্মিকভাবে সমৃদ্ধ যাত্রার শুভেচ্ছা। জয় জগন্নাথ!”

জেপি নাড্ডার বার্তা

বিজেপি সভাপতি জেপি নাড্ডা তাঁর পোস্টে লিখেছেন, “ওঁ অনন্তায় জগন্নাথায় নমঃ। মহাপ্রভু শ্রী জগন্নাথজীর রথযাত্রার পুণ্য উপলক্ষে আপনাদের সকলকে হার্দিক শুভেচ্ছা। এই পবিত্র যাত্রা জনমানসে ধার্মিক, সাংস্কৃতিক এবং আধ্যাত্মিক ঐতিহ্য সংরক্ষণ এবং তাকে নতুন উৎকর্ষ প্রদানের দৃষ্টিতে গুরুত্বপূর্ণ। মহাপ্রভুর কাছে কামনা করি যে শ্রদ্ধা ও ভক্তিতে পরিপূর্ণ এই যাত্রা সমস্ত দেশবাসীর জীবনে সুখ, সমৃদ্ধি ও আরোগ্য নিয়ে আসুক। জয় জগন্নাথ!”

সম্বিত পাত্রের বার্তা

বিজেপি মুখপাত্র সম্বিত পাত্রও শুভেচ্ছা জানিয়ে বলেছেন, “জয় জগন্নাথ! মহাপ্রভু শ্রী জগন্নাথজীর পবিত্র রথযাত্রার আপনাদের সকলকে হার্দিক শুভেচ্ছা। শ্রদ্ধা, ভক্তি ও আস্থায় পরিপূর্ণ এই দিব্য যাত্রা আমাদের সকলের জীবনে সুখ, সমৃদ্ধি, সৌভাগ্য ও উত্তম স্বাস্থ্যের সঞ্চার করুক, এই মঙ্গলকামনা করি।”

অন্য একটি পোস্টে তিনি লিখেছেন, “সম্পূর্ণ বিধি-বিধান সহকারে মহাপ্রভু শ্রী জগন্নাথজী, ভগবান বলভদ্রজী এবং মাতা সুভদ্রাজীর রথে ধ্বজ ও কলশের স্থাপনা ও প্রতিষ্ঠা বিধি সম্পন্ন হয়েছে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *