বহরমপুর স্টেডিয়ামে পুলিশি অভিযান: ৮টি পিস্তল, ১০০ রাউন্ড গুলি ও জাল নোটসহ  গ্রেফতার দু’জন

নিউজ ফ্রন্ট, বহরমপুর, ২১ নভেম্বর ২০২৫:
মুর্শিদাবাদ জেলায় অবৈধ অস্ত্র এবং জালনোট চক্রের বিরুদ্ধে বড়সড় সাফল্য পেল বহরমপুর থানার পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে শুক্রবার ভোরে বহরমপুর স্টেডিয়াম সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে পুলিশ ৮টি পিস্তল, ১৬টি ম্যাগাজিন, ১০০ রাউন্ড তাজা গুলি এবং ১০,০০০ টাকার জাল নোট (FICN) উদ্ধার করে। ঘটনায় গ্রেফতার হয়েছে জলঙ্গির ঘোষপাড়ার দুই বাসিন্দা আলফাজ মণ্ডল ও মনিকা বিবি।

অতিরিক্ত পুলিশ সুপার রসপ্রীত সিং জানান “গোপন সূত্রে তথ্য পাওয়ার পরই বহরমপুর থানার পুলিশ স্টেডিয়াম চত্বর ও আশপাশের এলাকায় হানা দেয়। সন্দেহভাজন দুইজনকে আটক করে তল্লাশি চালানো হয় এবং তাঁদের কাছ থেকে বিপুল অস্ত্র ও জালনোট উদ্ধার হয়। আমাদের প্রাথমিক তদন্তে জানা গেছে অস্ত্রগুলি বিহারের মুঙ্গের থেকে এনে মুর্শিদাবাদে কোনো চক্রের কাছে সরবরাহ করার পরিকল্পনা ছিল।”

দীর্ঘদিন ধরেই জলঙ্গি এলাকা অস্ত্র পাচার, ফেন্সিডিল ব্যবসা, জাল নোট সরবরাহ এই তিন ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ট্রানজিট রুট হিসেবে ব্যবহৃত হয়ে এসেছে। ফলে ধৃতদের জলঙ্গি যোগ এবং তাঁদের কাছ থেকে এত বড় পরিমাণ অস্ত্র উদ্ধার হওয়ায় অন্তঃরাজ্য এবং আন্তর্জাতিক পাচারচক্রের যোগসূত্র নিয়েও তদন্ত চলছে। ঘটনায় বহরমপুর থানায় ইতিমধ্যেই নির্দিষ্ট মামলা রুজু হয়েছে। গ্রেফতার দুইজনকে আজ আদালতে পেশ করা হবে এবং পুলিশের পক্ষ থেকে ১০ দিনের পুলিশি হেফাজতের আবেদন (PC Prayer) জানানো হবে।

পুলিশের ধারণা, ধৃতদের জিজ্ঞাসাবাদে অস্ত্র সরবরাহ চক্রে কারা জড়িত, অস্ত্রের চূড়ান্ত গন্তব্য কোথায় ছিল এবং চক্রের নেতা বা আর্থিক যোগসূত্র এসব গুরুত্বপূর্ণ তথ্য সামনে আসতে পারে। পুলিশ মনে করছে, এই গ্রেপ্তারির ফলে অস্ত্র পাচারের বৃহত্তর নেটওয়ার্ক ভেঙে দেওয়ার দরজা খুলে গেল।

উল্লেখ্য গত ৫ অক্টোবর বহরমপুর বাসস্ট্যান্ডে জেলা পুলিশের বিশেষ অভিযানে ৮টি ৭.৬৫ মিমি পিস্তল, ১৬টি ম্যাগাজিন ও ৮ রাউন্ড গুলি উদ্ধার হয়। এই ঘটনায় জাহাবুল মণ্ডল (৩২), মুকুল মণ্ডল (৩২) ও হকদার শেখ (৪৯)-কে গ্রেপ্তার করে পুলিশ। মুর্শিদাবাদ SOG ও বহরমপুর থানার যৌথ অভিযানে ধরা পড়া এই তিনজনের বাড়ি মুর্শিদাবাদ থানা এলাকায়।

স্টেডিয়াম চত্বরের মতো একটি গুরুত্বপূর্ণ স্থানে বিপুল অস্ত্র উদ্ধারের ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। বহরমপুর শহরে নাকা চেক, টহলদারি ও নজরদারি আরও বাড়ানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *