ভিড়ের চাপে চলন্ত ট্রেন থেকে পড়ে গেলেন যাত্রীরা! মৃত্যু ৪ জনের, ১৩ জন হাসপাতালে

নিউজ ফ্রন্ট | মুম্বাই, ৯ জুন: মহারাষ্ট্রের থানের মুম্ব্রা রেলস্টেশনের কাছে মর্মান্তিক ট্রেন দুর্ঘটনায় চারজনের মৃত্যু হয়েছে, যাঁদের মধ্যে একজন রেল সুরক্ষা বাহিনীর (RPF) আধিকারিকও রয়েছেন। চলন্ত ট্রেন থেকে পড়ে এই দুর্ঘটনা ঘটে। ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১৩ জন।

দুর্ঘটনার পর কেন্দ্রীয় রেল জানিয়েছে, ভবিষ্যতে এই ধরনের ঘটনা এড়াতে সব পুরনো লোকাল ট্রেন রেক (rake) বদলে দেওয়া হবে এবং প্রতিটি ট্রেনে স্বয়ংক্রিয় দরজা বন্ধের ব্যবস্থা করা হবে। কেন্দ্রীয় রেলের মুখপাত্র স্বপনিল ধনরাজ নীলা জানিয়েছেন, রেল বোর্ড ইতিমধ্যেই এই সিদ্ধান্ত নিয়েছে। পাশাপাশি তিনি যাত্রীদের ফুটবোর্ডে দাঁড়িয়ে যাতায়াত না করার জন্য আবেদন জানান।

মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিস এই ঘটনার তীব্র দুঃখপ্রকাশ করেছেন। এক্স (সাবেক টুইটার)-এ তিনি লেখেন,
“দিবা ও মুম্ব্রা স্টেশনের মধ্যে চলন্ত ট্রেন থেকে পড়ে যাত্রীদের মৃত্যু অত্যন্ত দুর্ভাগ্যজনক। মৃতদের প্রতি আমার শ্রদ্ধা জানাচ্ছি এবং তাঁদের পরিবারের পাশে রয়েছি।”

তিনি জানান, আহতদের অবিলম্বে শিবাজি হাসপাতাল এবং থানে জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং স্থানীয় প্রশাসন দ্রুত উদ্ধার ও চিকিৎসা প্রক্রিয়া চালিয়ে যাচ্ছে। ইতিমধ্যে এই ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু হয়েছে।

প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, ট্রেনের কামরার ভিতরে প্রচণ্ড ভিড় ছিল। কাসারা অভিমুখী ট্রেনের যাত্রীদের সঙ্গে উলটো দিক থেকে আসা সিএসএমটি-গামী ট্রেনের ফুটবোর্ডে ঝুলতে থাকা যাত্রীদের সংঘর্ষ হয়। এই ধাক্কাতেই একাধিক যাত্রী ট্রেন থেকে পড়ে যায়।

মহারাষ্ট্র সরকারের মন্ত্রী গিরীশ মহাজন হাসপাতালে গিয়ে আহতদের সঙ্গে দেখা করেন এবং পরে ঘোষণা করেন, মৃতদের পরিবারকে ৫ লক্ষ টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হবে। পাশাপাশি আহতদের চিকিৎসার সমস্ত খরচ সরকার বহন করবে বলে তিনি জানান।

এই মর্মান্তিক দুর্ঘটনা ফের একবার লোকাল ট্রেনে অতিরিক্ত ভিড় ও যাত্রী নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছে। সরকারের আশ্বাস, দ্রুত পদক্ষেপ নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *