‘বেলুচিস্তান আলাদা দেশ’ সলমান খানের মন্তব্যে ক্ষুব্ধ পাকিস্তান, উল্লাসে ফেটে পড়ল বেলুচ জনতা

নয়াদিল্লি | ২৬ অক্টোবর ২০২৫

বলিউড সুপারস্টার সলমন খানের সাম্প্রতিক মন্তব্য ঘিরে পাকিস্তানে শুরু হয়েছে প্রবল বিতর্ক। সৌদি আরবে এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে অভিনেতা বেলুচিস্তানকে “পাকিস্তান থেকে আলাদা একটি দেশ” হিসেবে উল্লেখ করেন। তাঁর এই মন্তব্যে পাকিস্তান সরকার তীব্র প্রতিক্রিয়া দেখিয়েছে, অন্যদিকে বেলুচিস্তানের মানুষ আনন্দে ফেটে পড়েছেন।

ঘটনাটি ঘটে সৌদি আরবের জেড্ডায় আয়োজিত এক সাংস্কৃতিক অনুষ্ঠানে। বক্তব্যের সময় সলমন খান বলেন,
“এখানে বেলুচিস্তানের মানুষ, আফগানিস্তানের মানুষ, পাকিস্তানের মানুষ—সবাই পরিশ্রম করে নিজের জীবন গড়ে তুলছে।”

এই বক্তব্যের মধ্যে “বেলুচিস্তানকে আলাদা দেশ হিসেবে উল্লেখ” করায় পাকিস্তানের রাজনৈতিক মহলে রীতিমতো হইচই পড়ে যায়। ইসলামাবাদ থেকে দেওয়া এক বিবৃতিতে পাকিস্তান সরকার সলমন খানের মন্তব্যকে “অজ্ঞতা ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত” বলে কটাক্ষ করেছে। এমনকি, কিছু উগ্র সংগঠন অভিনেতার বিরুদ্ধে দেশদ্রোহের অভিযোগ তোলারও দাবি জানিয়েছে।

অন্যদিকে, বেলুচ জনগণ সামাজিক মাধ্যমে সলমন খানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে। তাঁরা টুইটার ও ইনস্টাগ্রামে #ThankYouSalmanKhan এবং #FreeBalochistan হ্যাশট্যাগ ব্যবহার করে অভিনেতার সমর্থনে পোস্ট শেয়ার করছেন। তাঁদের মতে, একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ভারতীয় অভিনেতা বিশ্বমঞ্চে বেলুচিস্তানের “বাস্তব অবস্থান” তুলে ধরেছেন।

পাকিস্তানের বিভিন্ন সংবাদমাধ্যমে বলা হচ্ছে, সলমন খানের মন্তব্য “অজান্তেই” দিল্লি ও ইসলামাবাদের মধ্যে কূটনৈতিক অস্বস্তি তৈরি করেছে। যদিও ভারতের তরফ থেকে এই বিষয়ে এখনো কোনও সরকারি প্রতিক্রিয়া জানানো হয়নি।

এদিকে, বেলুচ অধিকারকর্মীরা জানিয়েছেন, “সলমন খানের এই বক্তব্য আমাদের সংগ্রামকে আরও দৃঢ় করেছে। আন্তর্জাতিক সমাজের সামনে সত্য ধীরে ধীরে স্পষ্ট হচ্ছে।”

এই ঘটনা সলমন খানের জন্য আন্তর্জাতিক স্তরে নতুন বিতর্কের জন্ম দিয়েছে। এর আগেও তাঁর বিভিন্ন মন্তব্য এবং সামাজিক অবস্থান নিয়ে তাঁকে ঘিরে বিতর্ক তৈরি হয়েছিল, তবে এবার তা ছড়িয়ে পড়েছে দুই দেশের সম্পর্কের অঙ্গনে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *