নিউজ ফ্রন্টঃ অস্কার ব্রুজোর সঙ্গে আরও এক মরসুম চুক্তি বাড়ালো ইস্টবেঙ্গল। ২০২৫-২৬ মরসুমেও তিনি কোচিং করাবেন। অস্কার বললেন “আমি আসন্ন মরসুমে ইমামি
ইস্ট বেঙ্গল সঙ্গে আমার যাত্রা পথ বাড়াতে পেরে রোমাঞ্চিত। আগের মরসুম চ্যালেঞ্জ নিয়ে এসেছিল,
বিশেষ করে ধীর শুরুর পরে, আমরা সম্মিলিতভাবে সেই অভিজ্ঞতাগুলি থেকে শিখেছি । আশা করছি নতুন মরসুমে আমরা ক্লাবকে আরও এগিয়ে নিয়ে যাবো দলগত ভাবে।। আমাদের সমর্থকরা সবসময় দলের পাশে থাকে তাঁদের জয়ের সাফল্য উপহার পাওয়া উচিত।’
