সহকারী শিক্ষক নিয়োগে অনলাইন আবেদন শুরু আজ

৩৫ হাজার ৭২৬টি পদে নিয়োগ, আবেদনের শেষ তারিখ ১৪ জুলাই

নিউজ ফ্রন্ট কলকাতা, ১৬ জুন : স্কুল সার্ভিস কমিশনের নবম-দশম ও একাদশ-দ্বাদশ শ্রেণির সহকারী শিক্ষক নিয়োগের পরীক্ষার অনলাইন আবেদন জানানোর প্রক্রিয়া আজ বিকেল পাঁচটা থেকে শুরু হচ্ছে। আগামী ১৪ জুলাই বিকেল পাঁচটা পর্যন্ত অনলাইনে আবেদন জানানো যাবে।

এবারের নিয়োগে মোট ৩৫ হাজার ৭২৬টি শূন্যপদ পূরণ করা হবে। এর মধ্যে নবম-দশম শ্রেণিতে ২৩ হাজার ২১২টি এবং একাদশ-দ্বাদশ শ্রেণিতে ১২ হাজার ৫১৪টি পদে শিক্ষক নিয়োগ হবে।

স্কুল সার্ভিস কমিশন জানিয়েছে, লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহে। লিখিত পরীক্ষার ফল প্রকাশিত হবে অক্টোবরের চতুর্থ সপ্তাহে।

ইন্টারভিউ বা মৌখিক পরীক্ষার সম্ভাব্য সময় নির্ধারণ করা হয়েছে নভেম্বর মাসের প্রথম থেকে তৃতীয় সপ্তাহ পর্যন্ত। চূড়ান্ত মেধাতালিকা বা প্যানেল প্রকাশিত হবে ২৪ নভেম্বর।

সফল প্রার্থীদের কাউন্সেলিং শুরু হবে ২৯ নভেম্বর থেকে। কাউন্সেলিংয়ের মাধ্যমে প্রার্থীরা তাদের পছন্দের স্কুল ও বিষয় অনুযায়ী নিয়োগ পাবেন।

আবেদনের ফি নির্ধারণ করা হয়েছে শ্রেণিভেদে। সাধারণ এবং ওবিসি (অন্যান্য অনগ্রসর শ্রেণি) ভুক্ত পরীক্ষার্থীদের আবেদনের ফি ৫০০ টাকা। অন্যদিকে তফসিলি জাতি, তফসিলি উপজাতি ও বিশেষভাবে সক্ষম পরীক্ষার্থীদের জন্য আবেদনের ফি ২০০ টাকা।

আগ্রহী প্রার্থীদের স্কুল সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন করতে হবে। আবেদনের সময় সকল প্রয়োজনীয় কাগজপত্র ও তথ্য সঠিকভাবে পূরণ করতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *