নিউজ ফ্রন্ট ডেস্ক | কলকাতা | ৩ জুন ২০২৫
করোনা সংক্রমণ নিয়ে রাজ্যবাসীকে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিল রাজ্য স্বাস্থ্য দফতর। স্বাস্থ্যসচিব নারায়ণ স্বরূপ নিগম মঙ্গলবার জানান, “করোনা পরিস্থিতির উপর স্বাস্থ্য দফতর নজর রাখছে। অযথা আতঙ্কিত হওয়ার কোনও কারণ নেই।”
তবে আশঙ্কার কথা, রাজ্যে করোনা সংক্রমণে ফের একজনের মৃত্যু হয়েছে। স্বাস্থ্য দফতরের দেওয়া তথ্য অনুযায়ী, ৪৩ বছর বয়সী এক মহিলা প্রবল শ্বাসকষ্ট নিয়ে আলিপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন। করোনা পরীক্ষায় রিপোর্ট পজিটিভ আসে। মঙ্গলবার মৃত্যু হয়েছে তাঁর।
বর্তমানে রাজ্যে সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা ৩৭২ জন। গত ২৪ ঘণ্টায় নতুন করে সংক্রমিত হয়েছেন ৪১ জন। তবে অধিকাংশ রোগীর উপসর্গ মৃদু এবং বাড়িতে আইসোলেশনে রয়েছেন বলে জানা গেছে।
স্বাস্থ্য সচিবের কথায়, “পরিস্থিতি নিয়ে প্রতিনিয়ত বিশ্লেষণ চলছে। স্বাস্থ্য দফতরের নির্দেশে হাসপাতালগুলোকে সতর্ক থাকতে বলা হয়েছে। যেকোনও জরুরি পরিস্থিতির জন্য প্রস্তুতি রাখা হয়েছে।”
স্বাস্থ্য দফতরের তরফে জানানো হয়েছে, রাজ্যে এখনও আতঙ্কের কিছু নেই, তবে নিয়ম মেনে সাবধানতা অবলম্বন করতে হবে। বিশেষ করে যাঁদের কোমর্বিডিটি বা শ্বাসপ্রশ্বাসের সমস্যা রয়েছে, তাঁদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা।