নিউজ ফ্রন্ট: শ্রাবণ মাসের শেষ সোমবার উপলক্ষে আজ রাজ্যের বিভিন্ন শৈব তীর্থগুলিতে ভক্তদের ঢল নেমেছে। হুগলির তারকেশ্বর, জলপাইগুড়ির জল্পেশ, পূর্ব বর্ধমানের কালনার ১০৮ শিব মন্দির, নদীয়ার দিগনগরের রাঘবেশ্বর ও শিব নিবাসের মতো মন্দিরগুলিতে সকাল থেকেই চলছে বিশেষ পুজো-আর্চনা। মহাদেবের মাথায় জল ঢেলে পুণ্য অর্জনের জন্য হাজার হাজার ভক্ত দীর্ঘ লাইন দিয়েছেন।
এই বিপুল ভিড় সামাল দিতে প্রশাসনের পক্ষ থেকে কড়া নজরদারির ব্যবস্থা করা হয়েছে। প্রতিটি মন্দিরের প্রবেশ ও প্রস্থানের পথে বাড়তি পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। ভিড় নিয়ন্ত্রণে রাখার জন্য ড্রপ গেট, সিসিটিভি ক্যামেরা ও মাইকে নিয়মিত ঘোষণার ব্যবস্থা করা হয়েছে। তবে এই উৎসবমুখর পরিবেশের মাঝেই হুগলির তারকেশ্বরে ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা।

আজ সকালে তারকেশ্বর মন্দিরে জল ঢালতে এসে এক পুণ্যার্থীর মৃত্যু হয়েছে। মৃতের নাম অমিত পাকড়ে (৩৫), যিনি হাওড়ার বালির বাসিন্দা ছিলেন। সূত্রের খবর, অমিত তাঁর বন্ধুদের সঙ্গে বাইকে করে শেওড়াফুলি থেকে গঙ্গার জল নিয়ে তারকেশ্বরের উদ্দেশ্যে রওনা হয়েছিলেন। মন্দিরে প্রবেশের আগেই বাজিতপুর চৌমাথায় পৌঁছে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। তাঁর বন্ধুরা দ্রুত তাঁকে তারকেশ্বর গ্রামীণ হাসপাতালে নিয়ে যান, কিন্তু চিকিৎসাধীন অবস্থায় সেখানেই তাঁর মৃত্যু হয়।

এই আকস্মিক মৃত্যুতে তারকেশ্বর মন্দিরের আশপাশের এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। প্রশাসন এই বিষয়ে তদন্ত শুরু করেছে এবং মৃতের পরিবারকে খবর দেওয়া হয়েছে।
তারকেশ্বরের এই দুঃখজনক ঘটনার পাশাপাশি, রাজ্যের অন্যান্য শৈব তীর্থগুলিতে শ্রাবণের শেষ সোমবারের উৎসব চলছে পুরোদমে। জল্পেশ, কালনা এবং শিব নিবাসের মতো মন্দিরগুলিতে ভক্তদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। ভক্তরা বিশ্বাস করেন যে শ্রাবণের শেষ সোমবার মহাদেবের মাথায় জল ঢাললে সকল মনোবাসনা পূর্ণ হয়। এই বিশ্বাসকে কেন্দ্র করেই প্রতি বছর এই দিনে শৈব তীর্থগুলিতে এত ভক্ত সমাগম হয়।