বহরমপুর, মুর্শিদাবাদ:
সাংগঠনিক রদবদল, ওয়াকফ সম্পত্তি রক্ষা এবং জেলায় বিভাজনের রাজনীতির বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি দিয়ে আজ এক সাংবাদিক সম্মেলন করল গণতান্ত্রিক যুব ফেডারেশন (DYFI), মুর্শিদাবাদ জেলা কমিটি। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস এবং বিরোধী দল বিজেপি—উভয় পক্ষই মুর্শিদাবাদে ধর্মীয় বিভেদ তৈরির ‘সুপরিকল্পিত প্রয়াস’ চালাচ্ছে।
সংগঠনের জেলা কমিটির পরিকাঠামো আরও শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ রদবদল আনা হয়েছে। দীর্ঘদিনের শূন্যপদ পূরণ করে জেলা সভাপতির পদ থেকে পুরোনো কমরেড অব্যাহতি চাওয়ায়, সেই শূন্য পদে যুব সংগঠনিক পত্রিকার আহ্বায়ক শাহনওাজ ইসলামকে নতুন জেলা সভাপতি হিসেবে নিযুক্ত করা হয়েছে। জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য সাইফুল ইসলামকে যুবশক্তি পত্রিকার আহ্বায়ক হিসেবে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে। প্রায় তেরোজন নতুন কমরেডকে জেলা কমিটিতে যুক্ত করে পরিকাঠামো আরও শক্তিশালী করা হয়েছে।
DYFI মুর্শিদাবাদ জেলা সম্পাদক সন্দীপন দাস সাংবাদিক সম্মেলনে জেলার বর্তমান রাজনৈতিক পরিস্থিতির তীব্র সমালোচনা করেন। তিনি অভিযোগ করেন, “জেলায় ধর্মীয় বিভেদ চলছে বিগত এক মাস ধরে। মিডিয়াকে ব্যবহার করে তৃণমূল ও বিজেপি—উভয় পক্ষই এই ধরনের প্রোপাগান্ডা চালাচ্ছে।” রাম মন্দির-বাবরি মসজিদ ইস্যুতে সংগঠনের কোনো আপত্তি না থাকলেও, এই ইস্যুকে কেন্দ্র করে জেলায় বিভেদ তৈরির চেষ্টার তীব্র বিরোধিতা করা হয়। তিনি অভিযোগ করেন, তৃণমূল সরকার ওয়াকফ সম্পত্তি লুঠের চক্রান্ত করছে। আগামী ১৬ তারিখে খসড়া ভোটার তালিকা তৈরি হবে, সেই দিকে নজর রাখা হচ্ছে এবং তা নিয়ে কোনো ধরনের প্রোপাগান্ডা চলতে দেওয়া হবে না। তিনি জানান, সংখ্যা লঘু সহ সব ধরণের মানুষ আগামী ২৪ তারিখে জেলাশাসকের দপ্তর অভিযানে সামিল হবেন।
মুর্শিদাবাদ জেলায় পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় গড়ে না ওঠায় তীব্র ক্ষোভ প্রকাশ করেন DYFI নেতৃত্ব। তারা প্রশ্ন তোলেন “মুর্শিদাবাদে ঘোষিত বিশ্ববিদ্যালয় আজ কোন অবস্থায় দাঁড়িয়ে আছে?” সংগঠনের দাবি, এখনও পর্যন্ত পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় গড়ে ওঠেনি এবং ছাত্র ভর্তি কার্যত নেই বললেই চলে। সম্প্রতি নতুন অধ্যাপক নিয়োগের ক্ষেত্রেও দুর্নীতির অভিযোগ উঠেছে বলে জানানো হয়। সংগঠনের পক্ষ থেকে মনে করিয়ে দেওয়া হয়, পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ের দাবিতে আন্দোলন করতে গিয়েই ডোমকলে তাঁদের উপর বোমা হামলা হয়েছিল, যেখানে দু’জন কমরেড আহত হন।
DYFI-এর পক্ষ থেকে জোরালো দাবি তোলা হয় ওয়াকফ আইন, ওবিসি সংরক্ষণ এবং মুর্শিদাবাদে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় অবিলম্বে বাস্তবায়ন করতে হবে। এই সমস্ত দাবিকে সামনে রেখেই আগামী ২৪ তারিখ জেলাশাসক দপ্তর অভিযান করা হবে বলে ঘোষণা করা হয়।