অলিম্পিক হকিতে ব্রোঞ্জ পদকজয়ী ও স্পোর্টস মেডিসিনের পথিকৃৎ ডঃ ভেস পেস প্রয়াত

নিউজ ফ্রন্ট, কলকাতা, ১৪ আগস্ট ২০২৫:

টেনিস কিংবদন্তি লিয়েন্ডার পেসের বাবা, অলিম্পিক হকিতে ব্রোঞ্জ পদকজয়ী এবং দেশের স্পোর্টস মেডিসিনের পথিকৃৎ ডঃ ভেস পেস আর নেই। বৃহস্পতিবার ভোররাতে (১৪ আগস্ট) কলকাতার উডল্যান্ডস মাল্টিস্পেশালিটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর।

উডল্যান্ডস হাসপাতালের এক বিবৃতিতে জানানো হয়, ডঃ পেস ১২ আগস্ট হাসপাতালে ভর্তি হন গুরুতর শ্বাসযন্ত্র ও গ্যাস্ট্রোইনটেস্টাইনাল সংক্রমণের কারণে। দীর্ঘদিন ধরে পারকিনসন রোগে ভুগছিলেন তিনি এবং গত দশ মাস ধরে হাসপাতালের হোম কেয়ার পরিষেবায় ছিলেন। চিকিৎসকদের সর্বোচ্চ প্রচেষ্টা সত্ত্বেও বৃহস্পতিবার ভোরে তিনি প্রয়াত হন।

১৯৪৫ সালের এপ্রিলে গোয়ায় জন্ম নেওয়া ভেস পেস ক্রীড়া ও শিক্ষাক্ষেত্রে সমান দক্ষ ছিলেন। ভারতীয় হকি দলের মিডফিল্ডার হিসেবে ১৯৭২ সালের মিউনিখ অলিম্পিকে ব্রোঞ্জ জিতেছিলেন তিনি। হকির পাশাপাশি বিভাগীয় ক্রিকেট, ফুটবল ও রাগবিতেও পারদর্শী ছিলেন। রাগবির প্রতি গভীর আগ্রহ তাঁকে ১৯৯৬ থেকে ২০০২ সাল পর্যন্ত ইন্ডিয়ান রাগবি ফুটবল ইউনিয়নের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন।

হাসপাতাল জানায়, ১৯৬০-এর দশকে এনআরএস মেডিক্যাল কলেজ ও উডল্যান্ডস হাসপাতালে তিনি চিকিৎসক হিসেবে কর্মজীবন শুরু করেন এবং ক্রীড়া চিকিৎসা ক্ষেত্রে বিশেষ অবদান রাখেন।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক বিবৃতিতে বলেন—

“১৯৭২ সালের অলিম্পিক গেমসে ব্রোঞ্জজয়ী দলের সদস্য ডঃ ভেস পেসের প্রয়াণে আমি গভীরভাবে শোকাহত। হকি ও স্পোর্টস মেডিসিনে তাঁর অবদান চিরস্মরণীয় থাকবে। লিয়েন্ডারসহ তাঁর পরিবার, বন্ধুবান্ধব এবং কলকাতার যেসব ক্লাবের সঙ্গে তিনি যুক্ত ছিলেন, তাদের প্রতি আমার সমবেদনা রইল।”

ডঃ পেসের প্রয়াণে ক্রীড়া দুনিয়া একজন কৃতী খেলোয়াড়, দক্ষ চিকিৎসক এবং অনুপ্রেরণাদায়ী ব্যক্তিত্বকে হারাল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *