নিউ মার্কেটে ‘অর্ডার ছাড়া বর্ডার’-এ নুসরতের ফ্ল্যাশ মব: ‘রক্তবীজ ২’-এর প্রচারে জমজমাট চমক

নিজস্ব সংবাদদাতা, কলকাতা:

পূজো আসতে আর বেশি দেরি নেই। আর তার আগেই শহর কলকাতায় শুরু হয়ে গেছে নতুন ছবির প্রচার নিয়ে উৎসবের আমেজ। শনিবার বিকেলে নিউ মার্কেটে কেনাকাটার ভিড়ের মাঝেই হঠাৎ করেই শুরু হল এক ফ্ল্যাশ মব। গানের তালে পা মেলাতে মেলাতে ভিড়ের মধ্যে হাজির হলেন অভিনেত্রী নুসরত জাহান। ‘রক্তবীজ ২’-এর বহুল প্রতীক্ষিত গান ‘অর্ডার ছাড়া বর্ডার’-এ আকস্মিক এই পারফরম্যান্সে মুহূর্তে জমে উঠল বাজার।

নুসরতের এই পারফরম্যান্স যে সবার জন্য একেবারেই অপ্রত্যাশিত ছিল তা বোঝা যাচ্ছিল দর্শকদের উচ্ছ্বাসে। ভিড়ের মধ্যে থাকা ক্রেতারা মুহূর্তে গলা মেলালেন, কেউ কেউ আবার মোবাইল বের করে বন্দি করলেন এই আনন্দঘন মুহূর্ত। বাজারের সাধারণ কেনাকাটা যেন এক লহমায় উৎসবে রূপ নিল।

পারফরম্যান্স শেষে অভিনেত্রী বলেন,
এটাই আমার জীবনের প্রথম ফ্ল্যাশ মব। সত্যি বলতে কী, খুব নার্ভাস ছিলাম। জানতাম না কীভাবে হবে, মানুষ কেমন রিঅ্যাক্ট করবেন। কিন্তু অভিজ্ঞতাটা দারুণ। সবার এতটা উচ্ছ্বাস দেখে ভীষণ ভাল লাগছে। দর্শকের এনার্জি আমায় আরও উত্তেজিত করে তুলেছিল। এই প্রথম অভিজ্ঞতা সত্যিই স্মরণীয় হয়ে রইল।

নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায় পরিচালিত রক্তবীজ ২’ এ বছরের দুর্গাপূজার অন্যতম বড় আকর্ষণ হতে চলেছে। ইতিমধ্যেই ছবির টিজার ও গান নিয়ে দর্শকদের মধ্যে উন্মাদনা তৈরি হয়েছে। এবার নিউ মার্কেটে নুসরতের ফ্ল্যাশ মব সেই উন্মাদনাকে আরও কয়েক গুণ বাড়িয়ে দিল।

চলচ্চিত্র মহল মনে করছে, প্রচারের এই অভিনব উদ্যোগ শুধু দর্শকদের নজর কাড়ছে না, বরং আসন্ন উৎসবের আমেজেও বাড়তি রঙ যোগ করছে।

পূজোর আগেই এই ফ্ল্যাশ মব যেন শহরবাসীকে উৎসবের উচ্ছ্বাসে ভরিয়ে তুলল। নুসরত জাহানের আকস্মিক নাচ আর জনতার প্রতিক্রিয়া প্রমাণ করল—রক্তবীজ ২’ শুধু পর্দাতেই নয়, প্রচারেও তৈরি করছে বিশেষ জায়গা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *