১১ জুলাই | নিউজ ফ্রন্ট ডেস্কঃ
ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা (NSA) অজিত ডোভাল স্পষ্টভাবে জানালেন—অপারেশন সিঁদুর-এ ভারত পাকিস্তানের ১৩টি বিমানঘাঁটিতে সফল আঘাত হানে। একইসঙ্গে তিনি বিদেশি সংবাদমাধ্যমগুলিকে কটাক্ষ করে বলেন, তারা অপারেশনের তথ্য বিকৃত করে উপস্থাপন করছে।
এই মন্তব্য করেন NSA ডোভাল আইআইটি মাদ্রাজের ৬২তম সমাবর্তন অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে।
ডোভাল বলেন, “ভারত এখন নানা রকম চ্যালেঞ্জের মুখোমুখি। এই চ্যালেঞ্জের সমাধান বের করে জাতিকে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব বর্তমান প্রজন্মের।” তিনি স্মরণ করিয়ে দেন, ক্যারিয়ার গড়ার পাশাপাশি দেশের প্রতি দায়বদ্ধতাও ভোলা চলবে না।
NSA ডোভাল জোর দিয়ে বলেন, “আমাদের ভবিষ্যৎ উন্নয়নের জন্য প্রয়োজন স্বনির্ভর প্রযুক্তি। অপারেশন সিঁদুরে যে নিখুঁত আক্রমণ সম্ভব হয়েছে, তা হয়েছে সম্পূর্ণ দেশীয় প্রযুক্তির মাধ্যমে—ব্রহ্মোস ক্ষেপণাস্ত্র থেকে শুরু করে রাডার প্রযুক্তি, সবই ছিল ভারতীয়।”
বিদেশি সংবাদমাধ্যমগুলোর সন্দেহ উড়িয়ে দিয়ে ডোভাল পালটা প্রশ্ন তোলেন, “ভারতের সামরিক ঘাঁটি বা সম্পত্তিতে কী কোনো ক্ষয়ক্ষতির ছবি দেখাতে পেরেছে তারা? যদি না পারে, তাহলে তাদের বিশ্বাসযোগ্যতা কোথায়?”
ভারতের সাম্প্রতিক এক গোপন সামরিক অভিযান—অপারেশন সিঁদুর। এই অভিযানে পাকিস্তানের সন্ত্রাসবাদী ঘাঁটি লক্ষ্য করে নির্ভুল ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয় বলে দাবি করেছেন NSA ডোভাল।