নিউজ ফ্রন্ট, ২৭ জুনঃ বাগুইহাটির রঘুনাথরপুরের কাছে ভিআইপি এনক্লেভে ঝাঁ চকচকে এই হোটেলের উদ্বোধনে বসেছিল চাঁদের হাট। উদ্বোধনে উপস্থিত ছিলেন সিএবি সভাপতি স্নেহাশিস গঙ্গোপাধ্যায়। এছাড়াও এসেছিলেন পদ্মশ্রী অ্যাথলিট জ্যোতির্ময়ী শিকদার, খ্যাতনামা প্রাক্তন ফুটবলার দীপেন্দু বিশ্বাস। সকালে পুজোপাঠ দিয়ে হোটেলের যাত্রার সূচনা হয়। এরপর ফিতে কেটে উদ্বোধন করেন স্নেহাশিস গঙ্গোপাধ্যায়। সন্ধেয় ছিল নানা সাংস্কৃতিক অনুষ্ঠানও। হোটেল ব্যবসায় ফ্লোরিক বিশ্বস্ততার জায়গা খুব তাড়াতাড়ি তৈরি করে নেবে বলেই মনে করছে ম্যানেজমেন্ট।
