দার্জিলিং, সোমবার, ৬ অক্টোবর ২০২৫:
অবিরাম বৃষ্টির জেরে ভয়াবহ ভূমিধস উত্তরবঙ্গকে কার্যত বিপর্যস্ত করে দিয়েছে। দার্জিলিং জেলায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৪, এবং এখনও বহু মানুষ নিখোঁজ বলে জানিয়েছে প্রশাসন। উদ্ধারকাজে নেমেছে NDRF, SDRF ও স্থানীয় প্রশাসন, তবে লাগাতার বৃষ্টিতে বাধা পড়ছে ত্রাণ ও উদ্ধার অভিযান।
উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ সংবাদ সংস্থা পিটিআই কে জানিয়েছেন, রবিবার গভীর রাতে আরও একটি মৃতদেহ উদ্ধার হওয়ায় মৃতের সংখ্যা বেড়েছে।
তিনি বলেন,
“পরিস্থিতি অত্যন্ত জটিল। বহু মানুষ এখনও নিখোঁজ রয়েছেন। নিরবচ্ছিন্ন বৃষ্টির কারণে উদ্ধার অভিযান ব্যাহত হচ্ছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।”

আবহাওয়া দপ্তর জানিয়েছে, মাত্র ১২ ঘণ্টায় ৩০০ মিলিমিটার বৃষ্টি হয়েছে দার্জিলিং ও দুয়ার্স এলাকায়। এর জেরেই ভয়াবহ ধস নামে পাহাড়জুড়ে।
সবচেয়ে ক্ষতিগ্রস্ত অঞ্চলগুলির মধ্যে রয়েছে — মিরিক, সুখিয়াপোখরি, জোরবাঙ্গলো (দার্জিলিং) এবং নাগরাকাটা (জলপাইগুড়ি)
NDRF-এর নেতৃত্বে একাধিক স্থানে উদ্ধারকাজ চলছে। বৃহৎ মেশিনারি ও এক্সক্যাভেটর ব্যবহার করে ধ্বংসস্তূপের নিচে আটকে থাকা মানুষদের খোঁজে অভিযান চলছে।
এক প্রশাসনিক আধিকারিক জানান —
“৪০টিরও বেশি স্থানে ধস পরিষ্কারের কাজ চলছে। মিরিক-দার্জিলিং ও সুখিয়াপোখরি সড়ক খুলতে দিনরাত কাজ করছে দল।”
মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজই দুর্গত এলাকা পরিদর্শনে যাবেন বলে নবান্ন সূত্রে জানা গেছে।
তিনি ইতিমধ্যেই নবান্ন থেকে জরুরি প্রশাসনিক কন্ট্রোল রুম চালু করেছেন, যেখানে মুখ্যসচিব, বিপর্যয় মোকাবিলা দফতরের সচিব ও সেচ দফতরের শীর্ষ আধিকারিকেরা অবস্থান করছেন।
জেলা প্রশাসনের তত্ত্বাবধানে ও জিটিএ (গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন)-এর সহযোগিতায় একাধিক ত্রাণ শিবির খোলা হয়েছে।
সেখানে দুর্গতদের মধ্যে খাবার, ওষুধ, কম্বল ও বিশুদ্ধ পানীয় জল বিতরণ করা হচ্ছে।
তবে প্রশাসনের দাবি, পাহাড়ের বহু দূরবর্তী গ্রাম এখনও যোগাযোগ বিচ্ছিন্ন অবস্থায় আছে।
দুর্গাপুজোর ছুটি উপলক্ষে দার্জিলিং ও দুয়ার্সে আসা হাজার হাজার পর্যটক এখন বিভিন্ন পাহাড়ি অঞ্চলে আটকে আছেন।
দার্জিলিং থেকে শিলিগুড়ি যাওয়ার মূল রাস্তাগুলি ধসের কারণে সম্পূর্ণ বন্ধ।
রাজ্য পরিবহণ দফতর ও দার্জিলিং জেলা পুলিশ বিশেষ বাস ও উদ্ধার যান পাঠানোর উদ্যোগ নিয়েছে, তবে রাস্তা খুলতে সময় লাগছে।
IMD জানিয়েছে, উত্তরবঙ্গে মঙ্গলবার সকাল পর্যন্ত ভারী থেকে অতিভারী বৃষ্টি অব্যাহত থাকতে পারে।
দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি ও কোচবিহার জেলাগুলির জন্য রেড অ্যালার্ট জারি করা হয়েছে।