নিউজ ফ্রন্ট, ২৫ জুলাই, নয়াদিল্লি:
স্কুল সার্ভিস কমিশনের (এসএসসি) পরীক্ষার নতুন বিজ্ঞপ্তিকে কেন্দ্র করে দায়ের হওয়া মামলায় সুপ্রিম কোর্ট স্পষ্ট জানিয়ে দিল যে, এই বিষয়ে আদালত আর কোনওরকম হস্তক্ষেপ করতে চায় না। বিচারপতি সঞ্জয় কুমার ও বিচারপতি সূর্য কুমারের বেঞ্চ জানিয়ে দেয়, পরীক্ষার বিজ্ঞপ্তি বা ওএমআর শিট প্রকাশের দাবিতে দায়ের হওয়া মামলায় নতুন কোনও নির্দেশ আদালত দেবে না।
২০১৬ সালের এসএসসি পরীক্ষায় অনিয়ম নিয়ে ইতিমধ্যেই সিবিআই তদন্ত চলছে। এই পরীক্ষার ওএমআর শিট সিবিআই-এর কাছে রয়েছে। সেই শিট প্রকাশের দাবিতে সুমন বিশ্বাস নামে এক চাকরি-প্রার্থী সুপ্রিম কোর্টে মামলা দায়েরের আবেদন করেন। তাঁর যুক্তি ছিল, ওএমআর শিট প্রকাশিত হলে পরীক্ষার স্বচ্ছতা এবং দুর্নীতি প্রমাণ সহজ হবে।
তবে আদালতের পর্যবেক্ষণ, এতদিন পর এই দাবি আদালতে আসা যুক্তিযুক্ত নয়। একইসঙ্গে আদালত জানায়, নতুন পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশের ক্ষেত্রে SSC-এর স্বাধীনতা রয়েছে এবং এতে হস্তক্ষেপ করার প্রশ্ন ওঠে না।
এরপরই মামলাকারী নিজের আবেদনের উপর আর জোর না দিয়ে মামলা প্রত্যাহার করে নেন।
এই রায়ে একদিকে যেমন নতুন পরীক্ষার্থীদের জন্য স্বস্তির বাতাবরণ তৈরি হয়েছে, অন্যদিকে ২০১৬ সালের চাকরিপ্রার্থীদের একাংশের হতাশাও বেড়েছে। তবে আদালতের সিদ্ধান্তে স্পষ্ট, এসএসসি-র নতুন নিয়োগ প্রক্রিয়া আইনি বাধা ছাড়াই এগোবে।