বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে আবার বিহারের মসনদে নিতীশ কুমার

নিউজ ফ্রন্ট, বিহারঃ

বিহার বিধানসভা নির্বাচনের ভোটগণনা আজ সকাল আটটা থেকে কড়া নিরাপত্তার মধ্যে শুরু হয়েছে। রাজ্যের ৩৮টি জেলায় ৪৬টি গণনাকেন্দ্র তৈরি হয়েছে এবং ২৪৩টি আসনের সবকটিতে গণনা চলছে। দুপুর পর্যন্ত পাওয়া রূপরেখা অনুযায়ী এনডিএ ১৯০টি আসনে এবং মহাগঠবন্ধন ৪৯টি আসনে এগিয়ে রয়েছে। জেডিইউ ৭৭, বিজেপি ৮৪, লোজপা-রামবিলাস ২২, এইচএম ৫, আরএলএম ২, আরজেডি ৩৫, কংগ্রেস ৫ এবং বামদলগুলি মিলিয়ে মোট ৮টি আসনে এগোচ্ছে। গণনা প্রক্রিয়া পর্যবেক্ষণে ২৪৩ জন গণনা অফিসার ও সমসংখ্যক পর্যবেক্ষক নিয়োজিত রয়েছেন। প্রার্থীদের ১৮ হাজারের বেশি এজেন্টও কেন্দ্রে উপস্থিত আছেন। নিরাপত্তা বজায় রাখতে সারা রাজ্যে CAPF, রাজ্য পুলিশ এবং রাজ্যের বাইরে থেকে আনা ১০৬ কোম্পানি বাহিনী মোতায়েন করা হয়েছে। গণনাকেন্দ্রে দুই স্তরের নিরাপত্তা, সিসিটিভি নজরদারি এবং অন্যান্য ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে। নির্বাচন কমিশন জানিয়েছে, অফিসিয়াল ফলাফল কেবল results.eci.gov.in পোর্টালে প্রকাশিত হবে এবং অনানুষ্ঠানিক সূত্রের তথ্য না মানার পরামর্শ দিয়েছে। বিহারের ২৪৩ আসনে ভোট নেওয়া হয়েছিল দুই দফায় – ৬ ও ১১ নভেম্বর এবং এবারের ভোটদানের হার ছিল ৬৭ শতাংশের বেশি, যা ১৯৫১ সালের পর সর্বোচ্চ। মোট ২,৬১৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় ছিলেন, তাদের মধ্যে ২৫৮ জন মহিলা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *