নিউজ ফ্রন্ট, ১৬ জুন
ইসরায়েল ও ইরানের মধ্যে চলমান উত্তেজনা চরমে পৌঁছেছে। সোমবার ভোররাতে ইসরায়েল জানায়, তারা ইরানে থাকা ভূমি থেকে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্রের ঘাঁটিতে পাল্টা আঘাত হেনেছে। এই হামলা গত তিনদিন ধরে চলা তীব্র সংঘাতের সর্বশেষ পর্ব।
এর আগে রবিবার সন্ধ্যায় ইরান ইসরায়েলের হাইফা শহর লক্ষ্য করে একাধিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। এই হামলায় শহরজুড়ে বিস্ফোরণের শব্দ শোনা যায়। পাল্টা প্রতিক্রিয়ায়, ইসরায়েল ফের শুরু করে ইরানের সামরিক ঘাঁটি ও অস্ত্রভাণ্ডারে জোরালো বিমান হানা।
ইসরায়েলের উত্তর, দক্ষিণ এবং মধ্যাঞ্চলের একাধিক জায়গায় বাজে বেজে ওঠে এয়ার রেইড সাইরেন। দখলকৃত গোলান হাইটস অঞ্চল সহ তেলআভিভে ও আশপাশের শহরগুলোতেও শোনা যায় বিস্ফোরণের শব্দ। আতঙ্কে মানুষজন নিরাপদ আশ্রয়ের খোঁজে ছোটেন।
এই সংঘর্ষের সূত্রপাত গত শুক্রবার, যখন ইসরায়েল আচমকা ইরানের বিভিন্ন পারমাণবিক স্থাপনায় প্রাণঘাতী বিমান হানা চালায়। সেই হামলায় বহু ইরানি সামরিক আধিকারিক, পরমাণু বিজ্ঞানী ও সাধারণ নাগরিক প্রাণ হারান। তারপর থেকেই ইরান ধারাবাহিকভাবে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলের বিভিন্ন এলাকায়।
এই ক্রমবর্ধমান যুদ্ধাবস্থায় আন্তর্জাতিক মহল উদ্বেগ প্রকাশ করে উভয় পক্ষকে শান্তি ও কূটনৈতিক আলোচনার পথে ফিরতে অনুরোধ জানিয়েছে।