নিউজ ফ্রন্ট, চুঁচুড়া, ২০ ডিসেম্বর:
ঘরের মাঠে হ্যান্ডবলে দাপট দেখাল পশ্চিমবঙ্গ। আজ চুঁচুড়ার নেতাজি সুভাষ স্পোর্টস অ্যারেনায় অনুষ্ঠিত ৫৪তম সিনিয়র পুরুষদের জাতীয় হ্যান্ডবল চ্যাম্পিয়নশিপের (54th Senior Men’s National Handball Championship) ফাইনালে চণ্ডীগড়কে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করল বাংলা। হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর খেলার ফল ছিল ৩৭-৩৩।
শুরু থেকেই দুই দলের মধ্যে কড়া টক্কর চলে। তবে ম্যাচের শেষ লগ্নে নিজেদের স্নায়ু ধরে রেখে জয় ছিনিয়ে নেয় পশ্চিমবঙ্গের খেলোয়াড়রা। পশ্চিমবঙ্গের জয়ের অন্যতম কাণ্ডারি জগেন্দর ফাইনালের ‘মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার’ নির্বাচিত হন। টুর্নামেন্ট জুড়ে গোলপোস্টের নিচে অপ্রতিরোধ্য দেওয়াল হয়ে দাঁড়িয়ে থাকা বাংলার সৌরভ প্রতিযোগিতার সেরা গোলরক্ষকের শিরোপা পান। রানার্স আপ চণ্ডীগড় দলের রবি গোটা প্রতিযোগিতায় তাঁর অনবদ্য খেলার জন্য ‘প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট’ নির্বাচিত হয়েছেন।

খেলা শেষে আয়োজিত এক জমকালো অনুষ্ঠানে বিজয়ীদের হাতে ট্রফি তুলে দেন রাজ্যের সংসদীয় বিষয়ক মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। তিনি দুই দলের খেলোয়াড়দেরই উৎসাহ দেন এবং বাংলার ক্রীড়াক্ষেত্রে এই সাফল্যকে মাইলফলক হিসেবে বর্ণনা করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টেকনো ইন্ডিয়া গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর সত্যম রায়চৌধুরী। তৃতীয় স্থানের জন্য আয়োজিত লড়াইয়ে রাজস্থানকে ৪৩-৩৭ গোলে হারিয়ে ব্রোঞ্জ পদক জিতেছে ছত্তিশগড়।
উল্লেখ্য, ন্যাশনাল হ্যান্ডবল অ্যাসোসিয়েশন এবং টেকনো ইন্ডিয়া গ্রুপের যৌথ ব্যবস্থাপনায় এই সর্বভারতীয় প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। চুঁচুড়ার ক্রীড়াপ্রেমীদের ভিড় এবং খেলোয়াড়দের উদ্দীপনা এই টুর্নামেন্টকে এক অন্য মাত্রায় নিয়ে যায়।