জন্ম-মৃত্যু একই দিনে! বিধান চন্দ্র রায়ের স্মরণে দেশজুড়ে চিকিৎসক দিবস

রাজ্যপাল মুখ্যমন্ত্রীর শুভেচ্ছা, সরকারি অফিসে অর্ধদিবস ছুটি

কলকাতা, ১ জুলাই: পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী ও প্রখ্যাত চিকিৎসক ডাক্তার বিধান চন্দ্র রায়ের ১৪৪তম জন্মদিবস উপলক্ষে সোমবার সারা দেশে ‘জাতীয় চিকিৎসক দিবস’ পালিত হল। উল্লেখযোগ্য যে, একই দিনে ডাক্তার রায়ের প্রয়াণ বার্ষিকীও।

রাজ্যপাল ডঃ সি ভি আনন্দ বোস এদিন এক শুভেচ্ছা বার্তায় মানব জীবন রক্ষা এবং স্বাস্থ্য পরিষেবার উন্নয়নে চিকিৎসকদের নিরলস প্রচেষ্টার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি ডক্টর বিধান চন্দ্র রায়কে শুধুমাত্র চিকিৎসা বিজ্ঞানের পথিকৃত হিসেবে নয়, একজন দক্ষ রাষ্ট্রনেতা হিসেবেও স্মরণ করেন।

মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীও চিকিৎসক দিবসে স্বাস্থ্য পরিষেবার সঙ্গে যুক্ত সকলকে শুভেচ্ছা জানিয়েছেন।

কলকাতা পুরসভার উদ্যোগে কেওড়াতলা মহাশ্মশানে ডক্টর রায়ের মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা নিবেদন করেন পুরসভার চেয়ারপার্সন ও সাংসদ মালা রায় এবং অন্যান্য মেয়র পারিষদরা। এই অনুষ্ঠানে বিপুল সংখ্যক মানুষের সমাগম হয়।

প্রদেশ কংগ্রেস কার্যালয় বিধান ভবনেও যথাযোগ্য মর্যাদায় দিনটি পালিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার, প্রাক্তন সাংসদ প্রদীপ ভট্টাচার্য সহ কংগ্রেস নেতৃবৃন্দ। তাঁরা ডক্টর রায়ের প্রতিকৃতিতে মাল্যদান করে শ্রদ্ধা জানান।

নদীয়ার কল্যাণী পুরসভা এবং পশ্চিম বর্ধমানের দুর্গাপুর শিল্পাঞ্চল জুড়ে বিশেষ মর্যাদায় পালিত হয় বাংলার রূপকার তথা আধুনিক শিল্প শহরের স্থপতি ডক্টর বিধান চন্দ্র রায়ের জন্মদিন। বিভিন্ন হাসপাতাল ও স্বাস্থ্য কেন্দ্রেও চিকিৎসকদের সম্মানে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

চিকিৎসক দিবস উপলক্ষ্যে রাজ্য সরকার সমস্ত সরকারি ও আধা-সরকারি অফিস এবং বিদ্যালয়ে ‘অর্ধদিবস ছুটি’ ঘোষণা করেছে। এই দিনটি রাজ্যের সর্বত্র বিশেষ শ্রদ্ধার সঙ্গে পালিত হয়েছে।

ডাক্তার বিধান চন্দ্র রায় শুধু একজন দক্ষ চিকিৎসক নন, স্বাধীন ভারতের পশ্চিমবঙ্গের দ্বিতীয় মুখ্যমন্ত্রী হিসেবে রাজ্যের উন্নয়নে অগ্রণী ভূমিকা পালন করেছিলেন। তাঁর জন্ম ও মৃত্যু দিবস একই দিনে হওয়ায় এই দিনটি বিশেষ তাৎপর্যপূর্ণ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *