ফের ক্যাম্পাস নিরাপত্তা নিয়ে প্রশ্নের মুখে বিশ্ববিদ্যালয়
নিউজ ফ্রন্ট, কলকাতা:
বৃহস্পতিবার রাতে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের চার নম্বর গেট সংলগ্ন ঝিলে পড়ে গিয়ে মৃত্যু হল ইংরেজি বিভাগের তৃতীয় বর্ষের ছাত্রী অনামিকা মণ্ডল-এর। বেলঘরিয়ার বাসিন্দা অনামিকা ওই সময় বিশ্ববিদ্যালয় চত্বরে একটি ছাত্র সংগঠনের সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন। রাত প্রায় ৯টার দিকে তিনি কীভাবে ঝিলের জলে পড়ে গেলেন তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, কিছুক্ষণ পর ছাত্রছাত্রীরা তাকে পানিতে ভাসতে দেখে দ্রুত উদ্ধার করে। পরে তাঁকে কেপিসি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন।
ঘটনার পরপরই যাদবপুর থানার পুলিশ ‘অস্বাভাবিক মৃত্যু’র মামলা রুজু করেছে।
প্রাথমিক তদন্তে জানা গেছে, মৃতদেহে কোনো দৃশ্যমান আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ঘটনাস্থল ঝিল এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। তবে পুলিশ সূত্রে খবর, ওই নির্দিষ্ট স্থানটি ক্যামেরার আওতার বাইরে ছিল। আজ ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাওয়া গেলে মৃত্যুর প্রকৃত কারণ স্পষ্ট হবে বলে আশা করছে তদন্তকারী দল।
বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী ও অভিভাবক মহলে ফের নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। বিশেষত, সাংস্কৃতিক অনুষ্ঠানের মতো আয়োজনে রাতের বেলা বিশ্ববিদ্যালয়ের ভেতরে যথেষ্ট নজরদারি বা টহলদারি না থাকার অভিযোগ উঠছে। ক্যাম্পাসে সিসিটিভি নজরদারির ঘাটতি এবং অরক্ষিত জলাশয়কে কেন্দ্র করে দীর্ঘদিন ধরেই নিরাপত্তা বাড়ানোর দাবি জানানো হচ্ছিল।
মৃত ছাত্রীর পরিবার সরাসরি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের অবহেলাকে দায়ী করেছে। তাদের অভিযোগ, যথাযথ নিরাপত্তা ব্যবস্থা থাকলে এমন দুর্ঘটনা ঘটত না। পরিবার সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছে।
প্রসঙ্গত, মাত্র দুই বছর আগে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের হোস্টেলে এক প্রথম বর্ষের ছাত্রের অস্বাভাবিক মৃত্যু হয়েছিল। সেই ঘটনায় দেশজুড়ে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছিল। নতুন এই মৃত্যুর ঘটনা আবারও বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা ব্যবস্থা ও প্রশাসনিক তৎপরতা নিয়ে বড় প্রশ্ন তুলে দিল।