ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (SIR) প্রক্রিয়ার বিরোধিতা নিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করলেন বিজেপি নেতা ও অভিনেতা মিঠুন চক্রবর্তী। তিনি অভিযোগ করেছেন, তৃণমূল সরকার মানুষকে বিভ্রান্ত করছে এবং অযথা আতঙ্ক তৈরি করছে। একই সঙ্গে তিনি দাবি করেছেন, বিহার নির্বাচনে বিজেপি পরিষ্কার সংখ্যাগরিষ্ঠতা পাবে।
নিউজ ফ্রন্ট, নয়াদিল্লি, ৭ নভেম্বর:
বিজেপি নেতা ও প্রখ্যাত অভিনেতা মিঠুন চক্রবর্তী পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তীব্র সমালোচনা করেছেন। তাঁর বক্তব্য, মমতা সরকার ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (SIR) প্রক্রিয়াকে কেন্দ্র করে জনগণের মধ্যে বিভ্রান্তি ও ভয় ছড়াচ্ছে।
মিঠুন বলেন, “এসআইআর কোনও রাজনৈতিক প্রক্রিয়া নয়, এটি নির্বাচন কমিশনের নিয়মিত সংশোধন অভিযান। অথচ কিছু রাজনৈতিক দল ইচ্ছাকৃতভাবে গুজব ছড়াচ্ছে। তারা মানুষকে ভয় দেখিয়ে নিজেদের রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে চাইছে।” তিনি আরও বলেন, “আমরা কারও বিরুদ্ধে নই। এটি কেবল ভোটার তালিকাকে আরও নির্ভুল করার উদ্যোগ। কিন্তু যারা জানে যে অবৈধভাবে কেউ নাম তুলেছে, তারাই এখন ভয় পাচ্ছে।” মিঠুন চক্রবর্তী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশে প্রশ্ন তোলেন, “যদি আপনার কিছু লুকোনোর না থাকে, তাহলে এই আন্দোলন কেন? আপনি কাদের জন্য নামছেন? যারা ভারতের নাগরিক নন, তাদের জন্য?”
বিজেপি নেতার দাবি, কেন্দ্রীয় সরকারের অবস্থান স্পষ্ট “যে কোনও হিন্দু যদি অন্য দেশ থেকে অত্যাচারিত হয়ে ভারতে আসে, তাকে নাগরিকত্ব ও ভোটাধিকার দেওয়া হবে। ভারতীয় মুসলমানদের ভোটাধিকার নিয়ে কোনও প্রশ্নই নেই।”
মিঠুন চক্রবর্তী এদিন বিহার বিধানসভা নির্বাচনের বিষয়েও মন্তব্য করেন। তিনি বলেন, “বিহারে যেভাবে ভোট হয়েছে, তাতে আমরা নিশ্চিত যে বিজেপি পূর্ণ সংখ্যাগরিষ্ঠতা পাবে। মানুষ মিথ্যা প্রতিশ্রুতি নয়, উন্নয়ন চায়।”