শক্তি-৮: ফ্রান্সে যৌথ সামরিক মহড়ায় অংশ নিতে ভারতের প্রস্থান

ভারত ফ্রান্সের মধ্যে অষ্টম যৌথ সামরিক মহড়া শক্তি-আজ থেকে শুরু

নয়াদিল্লি, ১৭ জুন: ভারত-ফ্রান্স যৌথ সামরিক মহড়া ‘শক্তি’-র অষ্টম সংস্করণে অংশ নিতে ভারতীয় সেনাবাহিনীর একটি দল আজ ফ্রান্সের উদ্দেশ্যে রওনা দিয়েছে। আগামীকাল অর্থাৎ ১৮ জুন থেকে শুরু হওয়া এই মহড়া ১ জুলাই পর্যন্ত অব্যাহত থাকবে।

ফ্রান্সের ক্যাম্প লারজাক, লা ক্যাভালেরিতে অনুষ্ঠিতব্য এই মহড়ায় ভারতীয় দলে রয়েছে ৯০ জন সদস্য। তাদের মধ্যে প্রধানত জম্মু ও কাশ্মীর রাইফেলস ব্যাটালিয়নের সদস্যরা রয়েছেন, পাশাপাশি অন্যান্য বিভাগ ও পরিষেবা থেকেও সদস্যরা অংশ নিচ্ছেন। অন্যদিকে, ফরাসি দলে রয়েছে ১৩তম ফরেন লিজিয়ন হাফ-ব্রিগেড (১৩ তম ডিবিএলই) থেকে ৯০ জন সৈনিক।

‘শক্তি’ মহড়ার মূল লক্ষ্য হল দুই দেশের সেনাবাহিনীর মধ্যে আন্তঃক্রিয়াশীলতা এবং কর্মক্ষেত্রে সমন্বয় বৃদ্ধি করা। এই সংস্করণে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে জাতিসংঘ সনদের সপ্তম অধ্যায়ের অধীনে উপ-প্রচলিত যুদ্ধের যৌথ প্রশিক্ষণের উপর। অর্ধ-শহুরে পরিবেশে এই প্রশিক্ষণ পরিচালিত হবে।

এই মহড়া কৌশলগত দক্ষতা বিনিময়, আধুনিক সামরিক প্রযুক্তির প্রশিক্ষণ এবং পারস্পরিক সম্মান ও সৌহার্দ্য বৃদ্ধির একটি গুরুত্বপূর্ণ মঞ্চ হিসেবে কাজ করবে।

শক্তি-৮ মহড়া ভারত ও ফ্রান্সের মধ্যে ক্রমবর্ধমান প্রতিরক্ষা অংশীদারিত্বের একটি উজ্জ্বল দৃষ্টান্ত। উন্নত সামরিক সহযোগিতার মাধ্যমে এই মহড়া দুই দেশের কৌশলগত সম্পর্ককে আরও দৃঢ় করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *