আগামী ৮ থেকে ২১ আগস্ট পর্যন্ত বিশেষ অধিবেশন, পাশ হতে পারে চারটি গুরুত্বপূর্ণ বিল
নিউজ ফ্রন্ট, কলকাতা, ২৪ জুলাই: বাংলাভাষী পরিযায়ী শ্রমিকদের উপর নিগ্রহের অভিযোগ নিয়ে আলোচনা করতে রাজ্য বিধানসভায় একটি বিশেষ অধিবেশন ডাকা হচ্ছে। পরিষদীয় দপ্তর সূত্রে জানা গিয়েছে, আগামী ৮ আগস্ট থেকে ২১ আগস্ট পর্যন্ত বিধানসভার এই বিশেষ অধিবেশন চলতে পারে। পরিযায়ী শ্রমিক সংক্রান্ত প্রস্তাব ছাড়াও এই অধিবেশনে চারটি গুরুত্বপূর্ণ বিল পেশ করা হতে পারে। পরিষদীয় দপ্তর এবং আইন দপ্তরের মধ্যে বিষয়টি নিয়ে বর্তমানে আলোচনা চলছে। বিলগুলির খসড়া চূড়ান্ত হলে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় আনুষ্ঠানিকভাবে অধিবেশনের ঘোষণা করবেন।
এই বিশেষ অধিবেশন ডাকার সিদ্ধান্ত এমন এক সময়ে এলো যখন ভিন রাজ্যে বাঙালি পরিযায়ী শ্রমিকদের উপর হামলার ঘটনা বারবার সামনে আসছে, যা রাজ্যজুড়ে উদ্বেগ সৃষ্টি করেছে। এই অধিবেশনে পরিযায়ী শ্রমিকদের সুরক্ষা এবং তাদের অধিকার নিশ্চিত করার বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা ও সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে মনে করা হচ্ছে।
এদিকে, এই ইস্যু নিয়ে রাজ্য রাজনীতিতে তীব্র চাপানউতোর শুরু হয়েছে। বিজেপির অভিযোগ, বাংলাদেশের অনুপ্রবেশকারীরা এ রাজ্যের পরিযায়ী শ্রমিকদের অধিকার কেড়ে নিচ্ছে। তাদের দাবি, অবৈধ অনুপ্রবেশের কারণেই রাজ্যের প্রকৃত শ্রমিকরা কাজ হারাচ্ছেন এবং ভিন রাজ্যে গিয়ে হেনস্থার শিকার হচ্ছেন।
অন্যদিকে, সিপিআইএম অভিযোগ করেছে যে, বিজেপি যুক্তরাষ্ট্রীয় কাঠামোকে অগ্রাহ্য করে দেশের বৈচিত্র্য নষ্ট করতে চাইছে। তাদের মতে, বিজেপি ভাষা এবং আঞ্চলিক পরিচয়ের ভিত্তিতে বিভেদ সৃষ্টি করে রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা করছে, যা দেশের সংহতির জন্য ক্ষতিকর। এই বিশেষ অধিবেশন এবং এর আলোচ্য বিষয়গুলি রাজ্যের রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। পরিযায়ী শ্রমিকদের সমস্যা সমাধানে রাজ্য সরকার কী পদক্ষেপ নেয় এবং বিরোধী দলগুলি এই ইস্যুতে কী ভূমিকা পালন করে, এখন সেটাই দেখার বিষয়।