শিবহর, বিহার | ২৬ অক্টোবর
শনিবার বিহারের শিবহর ও বেলসন্ড বিধানসভা কেন্দ্রে জন সুরাজ পার্টির মুখ্য স্থপতি প্রশান্ত কিশোর এক বিশাল রোড শো করেন। সকাল থেকেই শহরজুড়ে ছিল উৎসবের আবহ। রোড শোটি শুরু হয় পিপরাহী রাজস্থান চক থেকে, সেখান থেকে শিবহর জিরো মাইল চক হয়ে ধনকৌল রোড ধরে সীতামঢির দিকে এগিয়ে যায়।
রাস্তাজুড়ে হাজার হাজার মানুষের ভিড়, স্লোগান, ব্যানার আর তিরঙ্গার রঙে ঢেকে যায় গোটা পথ। গাড়ির ছাদে দাঁড়িয়ে প্রশান্ত কিশোর বারবার হাত নেড়ে জনতার অভিবাদন গ্রহণ করেন।
এদিন তিনি শিবহর বিধানসভা কেন্দ্র থেকে জন সুরাজ পার্টির প্রার্থী নীরজ সিং ও বেলসন্ড কেন্দ্র থেকে অর্পণা সিং-এর পক্ষে ভোট চেয়ে বলেন,
“আমরা আত্মবিশ্বাসী, এ বছর বিহারে পরিবর্তন হবেই।”
শিবহরের জিরো মাইল চকে সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রশান্ত কিশোর বলেন, “তিন বছর আগে আমি এখানেই পদযাত্রা শুরু করেছিলাম। বিহারের মানুষ ৩০ বছর ধরে লালুর ভয় পেয়ে নীতীশকে, আর নীতীশের ভয় পেয়ে বিজেপিকে ভোট দিয়েছে। এবার সেই রাজনৈতিক দাসত্বের অবসান ঘটাতে হবে।” তিনি আরও বলেন, “বিহারে শিক্ষার মানোন্নয়ন ও পরিযান রোধ করাই জন সুরাজ পার্টির মূল লক্ষ্য। মানুষ এখন পরিবর্তনের মেজাজে আছে, আর সেই পরিবর্তনের নেতৃত্ব দিচ্ছে জন সুরাজ।”
ছটপুজো উপলক্ষে প্রসঙ্গ টেনে তিনি বলেন, “আজ ছট শুরু হচ্ছে, আর দেশের বিভিন্ন রাজ্য থেকে বিহারের ছেলেমেয়েরা গাদাগাদি করে ট্রেন-বাসে বাড়ি ফিরছে। নিজের টাকায় টিকিট কিনেও জায়গা পাচ্ছে না। যেখানে গুজরাটের তরুণরা এক লাখ কোটি টাকার বুলেট ট্রেনে চড়ছে, সেখানে বিহারের সন্তানদের প্যাসেঞ্জার ট্রেনও মেলে না এটা বিহারের বাস্তব।” রোড শো জুড়ে উৎসাহী জনতার ঢল দেখে প্রশান্ত কিশোর বলেন, “এই ভিড়ই প্রমাণ করছে বিহারের মানুষ পরিবর্তন চায়।”
প্রার্থী নীরজ সিং ও অর্পণা সিং-ও এদিন জনতার প্রতি কৃতজ্ঞতা জানান এবং বলেন, “এই নির্বাচনে বিহার নিজের ভবিষ্যৎ বেছে নেবে।”