মমতার শটে জমকালো সূচনা ১৩৪তম ডুরান্ড কাপের, যুবভারতীতে ফুটবলের মহাউৎসব

নিউজ ফ্রন্ট, কলকাতা, ২৩ জুলাই ২০২৫:
প্রচণ্ড গরমকেও হার মানিয়ে, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে বর্ণাঢ্যভাবে শুরু হলো ১৩৪তম ডুরান্ড কাপ। সোমবার বিকেলে যুবভারতী ক্রীড়াঙ্গনে ঐতিহাসিক ফুটবল প্রতিযোগিতার উদ্বোধন করে ফের বাংলার মাটিতে ফুটবল উন্মাদনার বার্তা দিল রাজ্য সরকার।

সকাল থেকেই যুবভারতী ছিল সাজসাজ রব। বিকেল ৪টা ৪২ মিনিটে স্টেডিয়ামে প্রবেশ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সঙ্গে ছিলেন সেনা আধিকারিকরা ও রাজ্য সরকারের উচ্চপদস্থ কর্মকর্তারা। কিছুক্ষণ পর মাঠে নামেন ইস্টবেঙ্গল ও সাউথ ইউনাইটেড এফসি দলের খেলোয়াড়রা।

নিজস্ব চিত্র

এরপর শুরু হয় উদ্বোধনী সাংস্কৃতিক অনুষ্ঠান। শিল্পীরা পরিবেশন করেন ‘গ্রাম ছাড়া ঐ রাঙ্গামাটির পথ’ গানের সঙ্গে ছৌ নৃত্য। ভারতের বিভিন্ন রাজ্যের সাংস্কৃতিক বৈচিত্রের মধ্যে দিয়ে ফুটে ওঠে দেশের ঐক্য। সেনার রেজিমেন্টাল ব্যান্ডও দর্শকদের নজর কাড়ে।

বিকেল ৫টা ২৩ মিনিটে দুই দলের ফুটবলাররা মাঠে প্রবেশ করেন। ৫টা ২৬ মিনিটে মাঠে নামেন মুখ্যমন্ত্রী। দুই দলের খেলোয়াড় ও ম্যাচ অফিসিয়ালদের সঙ্গে সৌজন্য বিনিময়ের পর, ঠিক ৫টা ২৯ মিনিটে বল ছুঁড়ে মেরে ১৩৪তম ডুরান্ড কাপের আনুষ্ঠানিক উদ্বোধন করেন তিনি। প্রথম শট মারার পর উপস্থিত আধিকারিকদের অনুরোধে আরও একবার বল শট করেন মুখ্যমন্ত্রী।

ডুরান্ড কাপ শুধু একটি ফুটবল প্রতিযোগিতা নয়, বরং এটি ভারতীয় সেনাবাহিনী এবং ক্রীড়া জগতের সম্মিলিত ঐতিহ্যের প্রতীক। এদিনের অনুষ্ঠানে সেই ঐতিহ্য আরও একবার গর্বের সঙ্গে উদযাপিত হলো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *