নিউজ ফ্রন্ট, কলকাতা, ২৫ জুন: রাজ্যে জলাভূমি বোজানোর প্রবণতা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ বিধানসভায় পরিবেশ রক্ষা সংক্রান্ত এক আলোচনায় অংশ নিয়ে তিনি পুকুর বুজিয়ে যে অবৈধ নির্মাণ হয়েছে তা ভেঙে দেওয়ার নির্দেশ দিয়েছেন।
মুখ্যমন্ত্রী বলেন, “বিশ্ব পরিবেশ রক্ষায় জলাভূমির গুরুত্ব অপরিসীম। নিজ স্বার্থে পুকুর বুজিয়ে বাড়ি বা নির্মাণ কার্য করলে, তাকেও ‘অবৈধ নির্মাণ’ হিসেবে গণ্য করা হবে। পাশাপাশি জলাভূমি বুজিয়ে যে সমস্ত নির্মাণ করা হয়েছে, সেগুলি ভেঙে দেওয়ার জন্য স্থানীয় প্রশাসন এবং পরিবেশ দপ্তরকে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি স্পষ্ট করে দিয়েছেন যে মুনাফার জন্য জলাভূমি বোজানোর প্রবণতা কখনোই গ্রহণযোগ্য নয়।
সাম্প্রতিককালে রাজ্যে একাধিক অগ্নিকাণ্ডের ঘটনা প্রসঙ্গে মুখ্যমন্ত্রী উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি বলেন, “এলাকাগুলি এতটাই ঘিঞ্জি হয়ে উঠেছে যে সেখানে অ্যাম্বুল্যান্স পর্যন্ত ঢুকতে পারছে না।” এই পরিস্থিতি নিয়ে তিনি গভীর উদ্বেগ প্রকাশ করেছেন।
মুখ্যমন্ত্রী যখন বিধানসভায় বক্তব্য রাখছিলেন, ঠিক সেই সময়ে বিজেপি বিধায়করা গতকালের মতো আজও বিধানসভার বাইরে বিক্ষোভ প্রদর্শন করেন। তাঁরা ‘চুপ বিধানসভা চলছে‘ লেখা প্ল্যাকার্ড নিয়ে প্রতিবাদ জানান।বিজেপি বিধায়করা অধ্যক্ষের বিরুদ্ধে পক্ষপাতিত্ব এবং বিরোধীদের কণ্ঠ রোধের অভিযোগ তুলে বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন। এই বিক্ষোভ দ্বিতীয় দিনের মতো অব্যাহত রয়েছে।