নিউজ ফ্রন্ট, ০৩ জুলাইঃ খারাপ খবর ফুটবল বিশ্বের। মাত্র ২৮ বছর বয়সে গাড়ি দুর্ঘটনায় মৃত্যু হল পর্তুগাল ও লিভারপুলের ফুটবলার দিয়েগো জটার।দিয়েগো তাঁর ভাই আন্দ্রের সঙ্গে গাড়িতে ছিলেন। দুর্ঘটনায় মারা যান দু’জনেই। নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি ছিটকে পড়ে। দুর্ঘটনার জেরে আন্দ্রে ও জটার গাড়িতে আগুন ধরে যায়.পর্তুগালের জার্সিতে ৪৯টি ম্যাচে অংশ নেন জটা। ২০১৯ সালে অভিষেক হয়েছিল তাঁর। নেশনস লিগ চ্যাম্পিয়ন হয়েছিল ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর পর্তুগাল। সেই বিজয়ী দলের সদস্য ছিলেন জটা।
লিভারপুলের জার্সিতে ১২৩টি ম্যাচ তিনি খেলেছিলেন। গোল করেছিলেন ৪৭টি। জাতীয় দলের হয়ে জটা ৪৯টি ম্যাচ খেলেন। গোল করেন ১৪টি।কিছুদিন আগেই বিয়ে করেন তিনি।তার অকালপ্রয়াণে শোকের ছায়া ফুটবল বিশ্বে।