মুম্বইয়ে প্রয়াত কিংবদন্তি অভিনেতা ধর্মেন্দ্র, বয়স ৮৯

হিন্দি সিনেমার জনপ্রিয় ‘হি-ম্যান’ ধর্মেন্দ্র আর নেই। ৮৯ বছর বয়সে মুম্বইয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন তিনি। শোলে, সীতাঔরগীতা, চুপকে চুপকে–সহ অসংখ্য ছবিতে অভিনয় করে কোটি ভক্তের মন জয় করেছিলেন এই তারকা।

নিউজ ফ্রন্ট, ২৪ নভেম্বর

হিন্দি চলচ্চিত্র জগতের এক যুগের অবসান ঘটল। কিংবদন্তি অভিনেতা ধর্মেন্দ্র শনিবার মুম্বইয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। তাঁর বয়স হয়েছিল ৮৯ বছর। পরিবার এখনও আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশ করেনি। মাত্র কয়েক সপ্তাহ পরেই তিনি পৌঁছতেন ৯০ বছরে।

ধর্মেন্দ্র দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন। স্বাস্থ্যের অবনতি হওয়ায় ১০ নভেম্বর তাঁকে মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই শেষ ক’দিন চিকিৎসাধীন ছিলেন।

ভারতীয় সিনেমার জনপ্রিয় ‘হি-ম্যান’, ধর্মেন্দ্র পাঁচ শতাধিক ছবিতে অভিনয় করলেও শোলে, ধরমবীর, চুপকে চুপকে, জুগনু, লোফার এবং সীতাঔরগীতার মতো ছবিতে তাঁর পারফরম্যান্স আজও দর্শকের কাছে অনন্য। শক্তিশালী উপস্থিতি, সহজাত অভিনয় আর অদম্য জনপ্রিয়তা তাঁকে বলিউডের অন্যতম বড় তারকায় পরিণত করেছিল।

ধর্মেন্দ্র রেখে গেলেন বড় পরিবার। প্রথম স্ত্রী প্রকাশ কৌর, দ্বিতীয় স্ত্রী অভিনেত্রী হেমা মালিনি, পুত্র সানি দেওল ও ববি দেওল, কন্যা বিজেতা ও অজিতা (প্রথম পক্ষ), এবং ইশা দেওল ও অহনা দেওল (দ্বিতীয় পক্ষ)।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাঁর প্রয়াণে শোক প্রকাশ করেছেন। তিনি বলেন, ধর্মেন্দ্র শুধু একজন আইকনিক অভিনেতাই ছিলেন না, তাঁর উষ্ণতা, সরলতা এবং নম্রতা মানুষের মন কেড়ে নিত। মোদি লিখেছেন, “এই দুঃখের সময় তাঁর পরিবার, বন্ধু এবং অসংখ্য ভক্তের প্রতি আমার সমবেদনা রইল। ওম শান্তি।”

ভারতীয় চলচ্চিত্রে তাঁর অবদান অমূল্য। ১৯৬০ সালে দিল ভি তেরা হম ভি তেরে দিয়ে অভিনয় জীবনে পা রাখেন তিনি। ২০২৪ সালে তেরি বাতোঁ ম্যায় আইসা উলঝা জিয়া ছবিতে তাঁকে শেষবার দেখা যায়। ছয় দশকের বেশি সময়জুড়ে তাঁর ক্যারিয়ারে তিনি ৩০০-র বেশি ছবিতে অভিনয় করেন। হিন্দি সিনেমার ইতিহাসে সর্বোচ্চ সংখ্যক হিট ছবিতে অভিনয়ের রেকর্ডও তাঁর দখলে।

২০১২ সালে ভারত সরকার তাঁকে পদ্মভূষণ সম্মানে ভূষিত করে। শুধু অভিনয় নয়, রাজনৈতিক মঞ্চেও তিনি সক্রিয় ছিলেন। বিজেপির হয়ে ২০০৪ থেকে ২০০৯ পর্যন্ত রাজস্থানের বিকানের থেকে লোকসভা সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন।

ধর্মেন্দ্রর চলে যাওয়া এক বিশাল শূন্যতা তৈরি করল ভারতীয় চলচ্চিত্র জগতে। তাঁর শক্তিশালী অভিনয়, আকর্ষণীয় ব্যক্তিত্ব এবং হৃদয়ছোঁয়া সরলতা তাঁকে আজও অমর করে রেখেছে। তাঁর রেখে যাওয়া অগণিত কাজ ভবিষ্যৎ প্রজন্মকে পথ দেখিয়ে যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *