কলকাতা, ২০ আগস্ট:
আরজি কর মেডিক্যাল কলেজে অভয়ার মৃত্যুকে ঘিরে ফের নতুন বিতর্ক। নিহত তরুণীর বাবার মন্তব্যকে কেন্দ্র করে এবার মানহানির মামলা করলেন তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। মঙ্গলবার ব্যাঙ্কশাল আদালতে তিনি এই মামলা দায়ের করেছেন।
সম্প্রতি সংবাদমাধ্যমে ‘সেটিং’ তত্ত্ব উত্থাপন করে চাঞ্চল্য তৈরি করেছিলেন অভয়ার বাবা। তাঁর অভিযোগ CBI রাজ্য সরকারের কাছ থেকে ঘুষ নিয়ে তদন্তের মোড় ঘুরিয়েছে। পুলিশেরও এতে সাঁঠ রয়েছে এবং কুণাল ঘোষ সিজিও কমপ্লেক্সে গিয়ে ‘ডিল ফাইনাল’ করিয়েছেন এবং সেই টাকা কুণাল ঘোষই CGO কমপ্লেক্সে পৌঁছে দিয়েছেন।
এই মন্তব্যের প্রেক্ষিতেই আগেই অভয়ার বাবাকে আইনি নোটিশ পাঠিয়েছিলেন তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। এবার আরও এক ধাপ এগিয়ে তিনি ব্যাঙ্কশাল আদালতে মানহানির মামলা দায়ের করলেন।
কুণাল ঘোষ বলেন—“অভয়ার বাবার প্রতি আমার পূর্ণ শ্রদ্ধা, কিন্তু তাঁর কাঁধে বন্দুক রেখে কেউ এইসব কথা বলাচ্ছে। আমি সিবিআইয়ের মুখোমুখি লড়াই করছি, কোনও সেটেলমেন্ট করি না। তাই আদালতের দ্বারস্থ হয়েছি।”
তিনি আরও চ্যালেঞ্জ ছুড়ে বলেন—“আপনার কাছে যদি আমার পাঠানো হোয়াটসঅ্যাপ বা অন্য কোনও প্রমাণ থাকে, দয়া করে কোর্টে জমা দিন। আংশিক কিছু না দেখিয়ে পুরো প্রমাণ প্রকাশ করুন। এতে আসল সত্যিটাই সামনে আসবে।”